চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ‘সকল বয়সী মানুষকে পুষ্টি খাবারে উদ্বুদ্ধ করতে হবে’

৩০ এপ্রিল, ২০১৯ | ২:২৫ পূর্বাহ্ণ

জাতীয় পুষ্টি সপ্তাহের (২৩-২৯ এপ্রিল) সমাপনী দিনে গতকাল সোমবার বিকেলে নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে মিডিয়া প্রতিনিধিদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুষ্টি সমন্বয় কমিটি ও সিভিল সার্জন কার্যালয় সভাটির আয়োজন করেন। সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়া ও কীট তত্ত্ববিধ এনতেজার ফেরদাউছ। অবহিতকরণ সভায় উপস্থিত মিডিয়া প্রতিনিধিরা মানবদেহের জন্য পুষ্টি বিষয়ে আলোকপাত করেন।সিভিল সার্জন বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, পুষ্টি গাড়ি যোগে প্রচারণা, মাতৃপুষ্টি কাউন্সেলিং, কৃষকদের নিয়ে সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বউ-শ্বাশুড়ির সমন্বয়ে পুষ্টিকর খাদ্য তৈরি ও নির্বাচন, জুমার খুৎবাতে মসজিদে আলোচনা, জেলা পুষ্টি সমন্বয় সভা, নিউট্রিশন নিয়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে আলোচনা, মিডিয়া প্রতিনিধিদের নিয়ে পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা ও সমাপনী অনুষ্ঠান। সারাদেশে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষকে কিভাবে পুষ্টিকর খাবারে উদ্ধুদ্ধ করা যায় সে লক্ষ্যে সরকারের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহের আয়োজন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট