চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এবার শূন্যে চলবে সাইকেল!

অনলাইন ডেস্ক

২ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:১৭ অপরাহ্ণ

মাঝে মাঝেই মন দু:সাহসিক কিছু কাজ করতে চায়, যা জীবনকে করে তোলে উপভোগ্য! আর মানব মনের সেই চাহিদাকে মাথায় রেখে সম্প্রতি পর্যটকদের শূন্যে সাইকেল চালানোর সুযোগ দিতে চলেছে ভারতের হিমাচল প্রদেশের পর্যটন দপ্তর। প্যারাগ্লাইডিং, স্কিয়িং ও রিভার  র‌্যাফটিং এর সঙ্গে এবার এডভেঞ্চার প্রেমী পর্যটকদের ভিন্ন মাত্রার স্বাদ উপভোগ করাতে এই ‘স্কাই সাইক্লিং’-এর উদ্যোগ বলে জানিয়েছে রাজ্যের পর্যটন দপ্তর।

রাজ্য বন দপ্তর এবং অটলবিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং-এর যৌথ উদ্যোগে চালু হচ্ছে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস। মানালির গুলাবাতে এই স্কাই সাইক্লিং পার্ক তৈরি করা হয়েছে। ৩৫০ মিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব এই সাইক্লিং পার্ক। সাইক্লিংয়ের পাশাপাশি এই পার্কে বিনোদনের জন্য থাকবে ওয়াকিং ট্রেক, বাচ্চাদের খেলার জায়গা, রোপ ক্রস, পিকনিক স্পট, ট্রি হাউস, রেস্তরাঁ, শপিং কমপ্লেক্স, স্নো গেমস ইত্যাদি।

 

কুলুর ডিভিশনাল ফরেস্ট অফিসার নীরজ চাড্ডা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০০ ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে স্কাই সাইক্লিংয়ের পথ। সেপ্টেম্বরের শেষের দিকে পর্যটকদের জন্য খুলে দেয়া হবে এই পার্ক।

অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং এর প্রাকৃতিক শোভার জন্য মানালি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট