চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পর্ব-১৯ঃ নিউ এরা ইউনিভার্সিটির ইতিহাস

মো. ফারুক ইসলাম

১ জুলাই, ২০২০ | ৪:৩৩ অপরাহ্ণ

নিউ এরা ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গত পর্বে তেমন কোন তথ্য তুলে ধরিনি। আজ এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরছি। নিউ এরা ইউনিভার্সিটি ফিলিপাইনের নামকরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ইগলেসিয়া নি ক্রিস্টো (আইএনসি) দ্বারা পরিচালিত। এটি আইএনসি দ্বারা যুক্ত হলেও একটি অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয়। এর প্রধান ক্যাম্পাসটি আইএনসি’র কেন্দ্রীয় অফিস কমপ্লেক্সের কুইজন সিটির নিউ এরাতে রয়েছে। এর প্রধান কুইজন সিটি ক্যাম্পাস ছাড়াও ফিলিপাইনের চারপাশে আরও তিনটি ক্যাম্পাস রয়েছে। বাটাঙ্গাসের লিপা সিটির পাম্পাঙ্গার সান ফার্নান্দো সিটিতে রয়েছে একটি, জেনারেল সান্টোস সিটিতে একটি এবং বুলকানার সান্তা মারিয়ায় একটি। বিশ্ববিদ্যালয়টি ১৯৭৫ সালের ১ জুন প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠালগ্নে এটি নিউ এরা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ছিল। এটি কার্লোস প্যালানকা সেন্টের কাছাকাছি এচাগু কুইপোর ম্যানিলা শহরে অবস্থিত। এতে প্রাথমিকভাবে মাধ্যমিক শিক্ষা (উচ্চ বিদ্যালয়) চালু ছিল। পরে ১৯৭৭ সালে এটিতে জীবিকা ও দক্ষতা প্রশিক্ষণের কেন্দ্রের অধীনে ভোকেশনাল কোর্স (সিএলএসটি) অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেইসাথে স্নাতক পর্যায়েও শিক্ষা ব্যবস্থা প্রসারিত হয়েছিল।


১৯৮১ সালে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয় (এমইসিএস) কলেজিয়েট মর্যাদা দেয়ার পরে এর নতুন নামকরণ হয়। ১৯৯৫ সালের জুনে এটির বর্তমান নাম নিউ এরা ইউনিভার্সিটি উচ্চশিক্ষা কমিশন (সিএইচইডি) দ্বারা অনুমোদিত হয়। এটি আইএনসি সদস্যদের শিক্ষাগত প্রয়োজনের জন্য আইএনসি দ্বারা পরিচালিত হয়। যদিও এটি নন-আইএনসি সদস্যদের থেকেও তালিকাভূক্তি গ্রহণ করে। পূর্বে এটি কলেজ অফ ইভানজেলিকাল মন্ত্রণালয় (বর্তমানে ইগলেসিয়া নি ক্রিস্টো (চার্চ অফ ক্রাইস্ট, মন্ত্রীদের স্কুল) নামে পরিচিত ছিল। যেখানে আইএনসি পুরুষ সদস্যদের মন্ত্রী হওয়ার প্রশিক্ষণ দেয়া হতো।
এখানে অন্যান্য কলেজের শাখাগুলোর মধ্যে রয়েছে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, কলেজ অফ নার্সিং, কলেজ অফ বিজনেস এডমিনিস্ট্রেশন, কলেজ অব আর্টস এন্ড সায়েন্সেস, কলেজ অফ এডুকেশন, কলেজ অফ মিউজিক, কলেজ অব ল, কলেজ অফ কম্পিউটার স্টাডিজ, কলেজ অফ গ্র্যাজুয়েট স্টাডিজ, কলেজ অফ মেডিসিন এবং মেডিকেল এন্ড হেলথ এলাইড সায়েন্সেস সেন্টার। এটি বিএস রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট এবং বিএস ক্রিমিনোলজিসহ নতুন কোর্স চালু করেছে। বিশ্ববিদ্যালয়টিতে ৫০ হাজার শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে বর্তমানে ৩০ হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। এটির ডাক নাম নিউ এরা হান্টারস, ইরেইনস। এই বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র হলো “ধার্মিকতা জ্ঞানের ভিত্তি।” এটির বর্তমান প্রেসিডেন্ট নিলো এল রোসাস।-সূত্র (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট)

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট