চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ছিটকে পড়লেন সেরেনা-ওসাকা টেনিসকে বিদায় ওজনিয়াস্কির

২৫ জানুয়ারি, ২০২০ | ৩:৪৮ পূর্বাহ্ণ

নভেম্বরে অবসরের ঘোষণা দিয়ে রেখে ছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। তখনই জানিয়ে দেন, অস্ট্রেলিয়ান ওপেন খেলেই টেনিস থেকে নেবেন বিদায়। এবার কথা মাফিক কাজ করলেন। তৃতীয় রাউন্ডে তিউনিসিয়ার অনস জাবেউরের কাছে ৭-৫, ৩-৬ ও ৭-৫ গেমে হেরে আনুষ্ঠানিকভাবে এ ডেনিশ সুন্দরী অবসর নিলেন। ইতি টানলেন নিজের ১৫ বছরের বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারের। চোখের জলে টেনিস কোর্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ওজনিয়াকি। বিদায়ী অনুষ্ঠানে কোর্টে ওজনিয়াকির পাশে ছিলেন স্বামী ডেভিড লি, কোচ ও বাবা পিতর, ভাই প্যাট্রিক ও মা আন্নাকে। ক্যারিয়ারে ওজনিয়াকি গ্র্যান্ড স্ল্যাম জেতেন মাত্র একটি। সেটা আবার আসে ২০১৮ সালে। এই অস্ট্রেলিয়ান ওপেনেই। তাই মেলবোর্নকেই টেনিসকে বিদায় জানানোর জন্য বেছে নিয়েছেন সাবেক এ নাম্বার ওয়ান। কোকো গফের জয়রথ ছুটছেই। ১৫ বছর বয়সী মার্কিন কন্যা দ্বিতীয়বারের মতো সাক্ষাতে হারিয়ে দিয়েছিলেন উইলিয়ামস বোনদের বড়জন ভেনাসকে। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে সরাসরি সেটে হারিয়েছেন কোকো। রড লাভের এরেনায় মাত্র ৬৭ মিনিটেই জাপানি কন্যা ওসাকাকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন কোকো। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ওসাকা। এবার চতুর্থ বাছাই তারকা বিদায় নিলেন তৃতীয় রাউন্ডেই। এদিকে আসরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সাত বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। মেলবোর্ন পার্কে চীনের ওয়াং কিয়াংয়ের কাছে ৬-৪, ৬-৭ (২-৭), ৭-৫ গেমে হারেন সেরেনা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট