চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তবু আউট

১০ জানুয়ারি, ২০২০ | ৩:২৮ পূর্বাহ্ণ

ক্রিকেটে কত কিছুই না ঘটে! কিন্তু এমন আউট কি কখনও দেখেছেন? বিগ ব্যাশে অদ্ভুত এক আউট নিয়ে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্রিকেটীয় আইনে যেটাকে আউট হিসেবে ধরে নিলেও আদতে ব্যাটসম্যান কিংবা ব্যাটিং দলের সমর্থকদের জন্য মেনে নেয়া ছিল ভীষণ কঠিন। ঘটনা গতকাল ব্রিসবেন হিট আর হোবার্ট হ্যারিকেনের মধ্যকার ম্যাচের। দারুণ খেলতে থাকা হোবার্টের ওয়েড সজোরে হাঁকিয়েছিলেন বেন কাটিংকে। লং অন বাউন্ডারিতে সে ক্যাচ ধরেও ভারসাম্য রাখতে পারেননি ম্যাট রেন শ। সঙ্গেই ছিলেন টম ব্যান্টন। তার উদ্দেশ্যে বলটা ছুড়ে দেন রেন শ, চলে যান বাউন্ডারির বাইরে। ইদানীং ক্রিকেটে এমন বুদ্ধিমত্তায় ক্যাচ বানাতে দেখা যায় হরহামেশাই। কিন্তু এই ঘটনাটা ছিল একটু আলাদা। রেন শ বল ওপরে ছুড়ে মারলেও সেটা বাউন্ডারির ভেতরে আসেনি, বাউন্ডারির বাইরে কিছু সময় বাতাসে ভেসে ছিল। রেন শ তখন বাইরেই দাঁড়ানো। সেখান থেকে আবারও বলটা হাত দিয়ে ঠেলে দেন বাউন্ডারির ভেতরে, বল পেয়ে সেটা তালুবন্দী করেন ব্যান্টন। বাউন্ডারির বাইরে থেকে দেয়া বল, হিসেবে তো ছক্কাই হওয়ার কথা। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, রেন শ বাইরে থাকলেও বল দেয়ার সময়টায় তিনি মাটি থেকে লাফিয়ে ওঠেছিলেন। নিয়ম অনুযায়ী যেহেতু বাউন্ডারির বাইরে পা ছিল না, আউট দেন আম্পায়ার।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট