চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মিরসরাইয়ে এথলেটিক্স ও গ্রামীণ খেলার প্রতিযোগিতা সম্পন্ন

১০ জানুয়ারি, ২০২০ | ৩:২৮ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত মিরসরাই উপজেলার অনুর্ধ-১৬ বালক-বালিকাদের এথলেটিক্স ও গ্রামীণ খেলার প্রতিযোগিতা মিরসরাই স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২২টি ইভেন্টে ২ জন প্রতিবন্ধী শিশু ও ৭০ জন মেয়েসহ মোট ১৮০ জন প্রতিযোগী অংশ নেয়। গ্রামীণ খেলার আওতায় কানামাছি, গোল্লাছুট ও মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির খান। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে এবং বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ। খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস মীরসরাই উপজেলার সম্পাদক মো. দিদারুল আলম। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট