চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আজ ৪টি সেমিফাইনাল

জেলা পর্যায়ে বঙ্গমাতা ফুটবলের সেমিতে রাঙ্গুনিয়া বোয়ালখালী বাঁশখালী ও পটিয়া

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২০ | ৩:২৭ পূর্বাহ্ণ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়া, বোয়ালখালী, বাঁশখালী ও পটিয়া চট্টগ্রাম জেলা পর্যায়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ বঙ্গমাতা ফুটবলের ২টি এবং একই দিনে বঙ্গবন্ধু ফুটবলের ২টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে সকাল ৮টায় এম এ আজিজ স্টেডিয়ামে বঙ্গমাতার ২টি সেমিফাইনালে রাঙ্গুনিয়া ও বোয়ালখালী এবং সকাল ৯টায় বাঁশখালী ও পটিয়া উপজেলা মুখোমুখি হবে। এছাড়া বঙ্গবন্ধু ফুটবলের ২টি সেমিফাইনালে সকাল ১০টায় রাঙ্গুনিয়া, বোয়ালখালী এবং সকাল ১১ টায় বাঁশখালী ও পটিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবলে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে সাতকানিয়া উপজেলার মধ্য রুপকানিয়া সরকারি প্রাইমারি (সপ্রাবি) টাইব্রেকারে সাডেন ডেথে ৪-৩ গোলে রাঙ্গুনিয়া উপজেলার ভরণছড়ি সপ্রাবিকে হারিয়েছে। দু-দলের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। এতে সাতকানিয়ার কাওসার আকতার ও রাঙ্গুনিয়ার জান্নাতুল কাওসার গোল করেছিলেন। উল্লেখ্য টাইব্রেকারে দু-দল ১৩টি করে শট নেয়। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বোয়ালখালী উপজেলার দক্ষিণ করলডেঙ্গা সপ্রাবি ২-০ গোলে বন্দর থানার আলহাজ হাফিজুর রহমান সপ্রাবিকে হারিয়েছে। জয়ী দলের হয়ে ২টি গোলই করেন উম্মে তাসফিয়া। তৃতীয় কোয়ার্টার ফাইনালে বাঁশখালী উপজেলার তোতকখালী সপ্রাবি ৩-০ গোলে কোতোয়ালী থানার সরকারী ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। খেলায় হ্যাটট্রিক করেছেন জয়ী দলের তছলিমা। ৪র্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে পটিয়া উপজেলার নাইখাইন সপ্রাবি ২-১ গোলে আনোয়ারা উপজেলার বরুমছড়া উদয়ন সপ্রাবিকে হারিয়েছে। পটিয়ার সোমা সর্দ্দার ২টি এবং আনোয়ারা উপজেলার জান্নাতুল নাইমা গোল করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট