চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দল গেলেও যাবেন না মুশফিক !

পাকিস্তান সফরের সিদ্ধান্ত আজ

স্পোর্টস ডেস্ক

৯ জানুয়ারি, ২০২০ | ৩:৫৮ পূর্বাহ্ণ

পূর্ণ সিরিজের জন্য নয়, সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ। এই ভাবনা জেনে আপাতত শুধু টেস্ট সিরিজ খেলতে যাওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার সফর নিয়ে সিদ্ধান্তের কথা জানাবেন তারা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বুধবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের নাজমুল জানান, বেশিরভাগ ক্রিকেটারের সংক্ষিপ্ত সময়ের জন্য সফরে যেতে আপত্তি নেই। ‘পাকিস্তান আজ (কাল) নতুন প্রস্তাব দিয়েছে। আপাতত টেস্ট সিরিজে খেলতে পাকিস্তান সফরে যেতে বলেছে। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো এক সময়ে টি-টোয়েন্টি সিরিজ খেলে নেওয়ার কথা বলেছে।’ ‘আমাদের বেশিরভাগ খেলোয়াড়ের সংক্ষিপ্ত সময়ের জন্য সফরে যেতে আপত্তি নেই। মুশফিকুর রহিম জানিয়েছে, সফরে সে যাবে

না। আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। আগামীকাল (কাল) সফরের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবো।” বৈঠকে উপস্থিত ছিলেন আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজনসহ বিসিবির সিনিয়র পরিচালকরা।এর আগে ক্রিকেটারদের পাকিস্তানে গিয়ে খেলতে মত আছে কিনা জানতে চেয়েছিলো বিসিবি। বিসিবি সূত্রের খবর অনেকেই পাকিস্তানে যেয়ে খেলতে রাজি হয়েছে, তবে পাকিস্তান যাবার ক্ষেত্রে অনীহা প্রকাশ করা ক্রিকেটারও আছে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মুশফিকুর রহিম সফরে অনীহা প্রকাশ করেছেন। গত তিনদিন ধরে ক্রিকেটারদের ‘জিও’তে (গভর্নমেন্ট অর্ডার বা সরকার আদেশ) সই করানো হয়েছে। কেউ করেছেন, কেউ করেননি। এর মধ্যে ভারত সফরে টেস্ট সিরিজে অধিনায়কত্ব করা মুমিনুল হক জানিয়েছেন, তিনি সই করেছেন জিও পেপারে। পাশাপাশি জাতীয় দলের এক নম্বর ওপেনার তামিম ইকবালও জিও’তে সই করেছেন বলে জানা গেছে। তবে মুশফিকুর রহিম করেননি- এক নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে। এর আগে গতকাল পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডনের এক

প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানে বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে কি না বৃহস্পতিবারের (আজ) মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। দু’দেশের ক্রিকেট বোর্ড প্রধান একে অপরের সঙ্গে টেলিফোনে এ বিষয়ে কথা বলেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি গুরুত্বপূর্ণ সূত্রের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে দুদেশের টেস্ট সিরিজের দোলাচল নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। এ সময় পাপন তাকে ইতিবাচক সাড়া দিয়েছেন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওই বিশ্বস্ত সূত্রটি ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে সেদেশে সফরের বিষয়ে আশ্বস্ত করেছেন পাপন। দুজনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। পাপন বাংলাদেশ ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পিসিবি প্রধানকে জানাবেন। সূত্র জানায়, মানি ও পাপনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সিরিজটি হওয়ার সম্ভাবনা মাঝপথে রয়েছে। অর্থাৎ এটি হতে পারে। নির্ধারিত সূচি অনুযায়ী, জানুয়ারি- ফেব্রুয়ারিতে ২ ম্যাচ টেস্ট এবং ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট