চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আজ বঙ্গমাতার ৪টি কোয়ার্টার ফাইনাল

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবলের সেমিতে সন্দ্বীপ ফটিকছড়ি বাঁশখালী ও রাউজান

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৯ জানুয়ারি, ২০২০ | ৩:৫৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সন্দ্বীপ, ফটিকছড়ি, বাঁশখালী ও রাউজান উপজেলার ৪টি স্কুল নিজ নিজ খেলায় জয় পেয়ে চট্টগ্রাম জেলা পর্যায়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ একই মাঠে বঙ্গমাতা ফুটবলের ৪টি কোয়ার্টার ফাইনাল যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০ টা ও ১১ টায় অনুষ্ঠিত হবে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে সন্দ্বীপ উপজেলার চৌকাতলী সপ্রাবি ৪-০ গোলে রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচেক সপ্রাবিকে হারিয়েছে। দলের হয়ে মেহেরাজুল ইসলাম, আবদুল আজিজ, মো. ফয়সাল ও মো. আইমন ১টি করে গোল করেন। ২য় কোয়ার্টার ফাইনালে ফটিকছড়ি উপজেলার হাজিরখিল সপ্রাবি ৩-১ গোলে লোহাগাড়া উপজেলার উজিরভিটা সপ্রাবিকে হারিয়েছে। এতে জয়ী দলের হয়ে রনি মাঝি ২টি ও বিকাশ দাশ এবং বিজিত দলের আছমির হোসেন আয়াত গোল করেন। ৩য় কোয়ার্টারে বাঁশখালী উপজেলার তোতকখালী সপ্রাবি ৫-৩ কোতোয়ালী থানার সরকারী ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। জয়ী দলের আরমান, ফারুক ইসলাম, আব্দুর রহিম, টিপু বড়–য়া ও জাহেদুল ইসলাম এবং বিজিত দলের রিপন, ফরহাদ হোসেন ও রাশেদুল গোল করেন। একই মাঠে অনুষ্ঠিত ৪র্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে রাউজান উপজেলার ঊনসত্তর পাড়া সপ্রাবি ২-১ গোলে পটিয়া উপজেলার পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সপ্রাবিকে হারিয়েছে। জয়ী দলের রনি হামিদ ২টি এবং বিজিত দলের রাফি গোল করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট