চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারী খেলোয়াড় সমিতির বিজয় দিবস ক্রিকেট উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারী খেলোয়াড় সমিতির উদ্যোগে ও ব্যবস্থাপনায় এবং ডায়মন্ড সুপার অটো ব্রিক্স লি.’র পৃষ্ঠপোষকতায় বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। সকাল ৯ টায় আলী আকবর জিন্নার সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্পন্সর ডায়মন্ড সুপার অটো ব্রিকস লি.’র ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জাগৃতির সভাপতি এডভোকেট জামাল উদ্দীন, খেলোয়াড় সমিতির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মনিরুল ইসলাম চৌধুরী, নিলু কুমার দাশ, জাফরুল আলম চৌধুরী, মো. শফি, টুর্নামেন্টের সদস্য সচিব শাহেদুল হক খোকন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান ব্যাংকার মোহাম্মদ ইসহাক, সাবেক সভাপতি মো. রাশেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ২টি খেলায় হাটহাজারী ওয়ারিয়ার্স ১ উইকেটে হাটহাজারী স্পোর্টস ক্লাবকে এবং আলোকন সংঘ ২৬ রানে ফোর সিন্ডিকেট ক্লাব, চট্টগ্রাম বন্দরকে হারিয়ে সেমি ফাইনালে উন্নীত হয়েছে। ১ম খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন মো. আমির ও ২য় খেলায় মো. হারুন। আজকের খেলা: সকাল ৯ টায়- মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম স্পার্টান এবং দুপুর ১.১৫ টায়- নানুপুর টাইগার ক্লাব বনাম ফতেপুর উদিতি ক্লাব। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট