চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ওয়ার্নারের সেঞ্চুরিতে চাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর, ২০১৯ | ৪:৫৮ পূর্বাহ্ণ

এশেজে কঠিন সময় পার করা ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার সামার মৌসুমের শুরুতেই ফিরলেন ছন্দে। নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পর টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার হার না মানা সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩১২ রান। পাকিস্তানকে চেপে ধরেছে অস্ট্রেলিয়া। সফরকারীদের মাত্র ২৪০ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে শুরু করেছে দুর্দান্ত। প্রথম দিন পাকিস্তান অলআউট হওয়ার পর দিন শেষের ঘোষণা আসে। গতকাল দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া সারাদিনে হারিয়েছে মাত্র ১ উইকেট।

এবারের এশেজে ধারাবাহিক ব্যর্থ ছিলেন ওয়ার্নার। বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের নিষেধাজ্ঞা শেষে ইংল্যান্ডের মাটিতে নেমেছিলেন প্রথম টেস্ট খেলতে। যদিও কিছুই করতে পারেননি এই ওপেনার। ব্যর্থতার বৃত্ত ভেঙে পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টে সেঞ্চুরি পূরণ করে অপরাজিত আছেন ১৫১ রানে। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২২তম সেঞ্চুরি। উদ্বোধনী জুটিতেই অস্ট্রেলিয়ার পায় বড় জুটি। ওয়ার্নার ও জো বার্নস যোগ করেন ২২২ রান। একটুর জন্য সেঞ্চুরি পাননি বার্নস। ৯৭ রানে আউট হয়েছেন এই ওপেনার। ১৬৬ বলের ইনিংসটি বার্নস সাজান ১০ বাউন্ডারিতে। ওয়ার্নার অবশ্য ভুল করেননি, চমৎকার ব্যাটিংয়ে অপরাজিত আছেন দেড়শ ছাড়ানো ইনিংস খেলে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট