চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আজ মেয়র ওয়ার্ড ফুটবলে ৩টি খেলা

আসিফের হ্যাটট্রিকে পাথরঘাটার সহজ জয়

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২০ নভেম্বর, ২০১৯ | ১:০৮ পূর্বাহ্ণ

আগের দিন মেয়র গোল্ডকাপ আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে ২১ নং জামাল খান ওয়ার্ডের কাছে ৯-১ গোলে হেরে উড়ে গিয়েছিলো ১৮ নং পূর্ব বাকলিয়া। তার একদিন পার না হতেই আরেক বাকলিয়া অর্থাৎ ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ৬-০ গোলে কুপোকাৎ হয়েছে ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড দলের কাছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলার উল্লেখযোগ্য দিক ছিল মো. আসিফের হ্যাটট্রিকসহ ৪ গোল। একই মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় গোলশূণ্য (০-০) ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ২২ নং এনায়েত বাজার ও ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর। এদিকে আজ এ টুর্নামেন্টের ৩টি খেলা অনুষ্ঠিত হবে। এতে দুপুর ২টা ৩০ মিনিটে ১০ নং উত্তর কাট্টলী ও ১৬ নং চকবাজার, বিকেল ৪টায় ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ও ২৮ নং পাঠানটুলী এবং বিকেল ৫টা ৩০ মিনিটে ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ও ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড মুখোমুখি হবে। গতকাল ১৯ নং দক্ষিণ বাকলিয়া প্রতিদ্বন্দ্বী ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড দলের কাছে পাত্তাই পায়নি। অন্যদিকে অপেক্ষাকৃত শক্তিশালী পাথরঘাটা গোছানো ফুটবল উপহার দিয়ে সহজ জয় আদায় করে নিয়েছে। পাশাপাশি ১০ মিনিটেই গোল পেয়ে যাওয়ায় দলটিকে আর ধরে রাখা যায়নি। এ সময় পেনাল্টি থেকে দলের সূচনাসুচক গোলটি করেন পাহাড়ি ফুটবলার প্রুহলা চিং মারমা। এরপর ১৮ ও ২২ মিনিটে মো. আসিফ আরো ২ গোল করলে প্রথমার্র্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে পাথরঘাটা ওয়ার্ড।

দ্বিতীয়ার্ধে মো. আসিফ আরো ২ গোল করে হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। এরপর আরিফ আরো একটি গোল করলে ৬-০ গোলের ২য় সেরা রেকর্ড গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে পাথরঘাটা ওয়ার্ড। জয়ী দলের মো. আসিফ সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল। ২২ নং এনায়েত বাজার ও ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে মধ্যেকার দিনের প্রথম খেলাটি ছিল বেশ উপভোগ্য। এ খেলায় যে কোন একটা দল জিততে পারতো। তবে তুলনামুলকভাবে এনায়েত বাজার ওয়ার্ড গোলের সুযোগ বেশি পায় কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন এনায়েত বাজার ওয়ার্ডের অধিনায়ক সুমন। খেলা শেষে তাকে ক্রেস্ট প্রদান করেন ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ । আজকের খেলা: ২০ নভেম্বর: ১০ নং উত্তর কাট্টলী বনাম ১৬ নং চকবাজার (বিকেল ২টা ৩০ মিনিট) এবং ৪১ নং দক্ষিণ পতেঙ্গা বনাম ২৮ নং পাঠানটুলী (বিকেল ৪টা) ও ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ বনাম ৩ নং পাঁচলাইশ (বিকেল ৫টা ৩০ মিনিট)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট