চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধু বিপিএল : কোন দলে গেলেন কে

ক্রীড়া প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০১৯ | ১০:৩৬ অপরাহ্ণ

১১ ডিসেম্বর শুরু হবে বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু বিপিএল। তারই অংশ হিসেবে আজ প্লেয়ার্স ড্রাফটে দল গুছিয়ে নিচ্ছে সবাই। বিভাগের নামানুযায়ী সাতটি দল অংশ নিতে যাচ্ছে এবারের বিপিএলে। দলগুলো হচ্ছে- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। ধাপে ধাপে ড্রাফটসের মাধ্যমে দল গুছিয়ে নিচ্ছে সবাই।

বর্তমানে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় চার নাম মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ জায়গা পেয়েছেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। প্রথম দফায় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা মাশরাফি বিন মুর্তজাকে কেউ নেয়নি। এবারের বিপিএল থেকে ড্রাফটের শুরুতে শোয়েব মালিকের নাম সরিয়ে নেয়া হয়েছে। ফলে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে এখন ১০ জন বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে।

বিদেশি ‘এ প্লাস’ ক্যাটাগরি নিয়েও যে কাড়াকাড়ি পড়ে গেছে এমন নয়। বরং সব দলই প্রয়োজন বুঝে খেলোয়াড় খুঁজে নিচ্ছে ‘ডি’ ক্যাটাগরি থেকে। এখন পর্যন্ত ড্রাফটে ছয়বার খেলোয়াড় ডাকার সুযোগ পেয়েছে দলগুলো। নিচে দলগুলো ও সদস্যগুলোর নাম উল্লোখ করা হলো-

ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, থিসারা পেরেরা, লরি ইভান্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস।

রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, রবি বোপারা, হজরুতুল্লাহ জাজাই।

সিলেট থান্ডার: মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, শেরফেন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক।

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো, রবি ফ্রাইলিংক।

রংপুর রেঞ্জার্স: মোস্তাফিজুর রহমান, আরাফত সানী, জহুরুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ নবী, শাই হোপ।

কুমিল্লা ওয়ারিয়র্স: আল আমিন হোসেন, সৌম্য সরকার, ইয়াসির আলী, সাব্বির রহমান, কুশল পেরেরা, মুজীব উর রহমান।

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট