চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক ক্রীড়া উৎসব

সদস্য সহধর্মিণী এবং সন্তান-সন্ততিদের ইভেন্ট সম্পন্ন

১৬ নভেম্বর, ২০১৯ | ১:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার সদস্য সহধর্মিণী এবং সন্তান-সন্ততিদের ইভেন্টসমূহ গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে সম্পন্ন হয়। সিটি মেয়র ও প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য আলহাজ আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন। প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রচন্ড গরম উপেক্ষা করে সাংবাদিকদের সন্তানরা ক্রীড়া উৎসবে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানান। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল।

প্রতিযোগিতার ফলাফলসমূহ : নার্সারি/কেজি বালক ৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় নির্ঝর হায়দার প্রথম, সিরাতুল মুস্তাকিম চৌধুরী বর্ণিল দ্বিতীয়, মুহতাসিম বিল্লাহ তৃতীয় হয়েছে। চকলেট দৌড়ে মোনাজাত প্রথম, সিরাতুল মুস্তাকিম চৌধুরী বর্ণিল দ্বিতীয়, সৌরিত্র গোস্বামী তৃতীয় হয়েছে। বিস্কিট দৌড়ে নির্ঝর হায়দার প্রথম, সিয়াত দ্বিতীয়, আসওয়াদ সরওয়ার আরাফ তৃতীয় হয়েছে। একই শ্রেণির বালিকা ৫০ মিটার দৌড়ে ফারাহ তাহের প্রকৃতি প্রথম, মাকতুমা বিনতে ফরিদ দ্বিতীয়, এবং রিদাহ তৃতীয় হয়েছে। চকলেট দৌড়ে মাখতুমা বিনতে ফরিদ প্রথম, ফারাহ তাহের প্রকৃতি দ্বিতীয়, রিদাহ তৃতীয় হয়েছে। বিস্কিট দৌড়ে মাখতুমা বিনতে ফরিদ প্রথম, ফারাহ তাহের প্রকৃতি দ্বিতীয়, রিদাহ তৃতীয় হয়েছে।

১ম-২য় শ্রেণির বালক ৫০ মিটার দৌড়ে আনান প্রথম, আদনান চৌধুরী দ্বিতীয়, জাবির করিম তৃতীয় হয়েছে। চকলেট দৌড়ে আরস প্রথম, আদনান চৌধুরী দ্বিতীয়, আনান তৃতীয় হয়েছে। বিস্কিট দৌড়ে আনান প্রথম, আদনান চৌধুরী দ্বিতীয়, জাবির করিম তৃতীয় হয়েছে। একই শ্রেণির বালিকা ৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় শানজা তাবাসসুম ঐশী প্রথম, নীল দ্বিতীয়, ফাইরুজ তৃতীয়, চকলেট ইভেন্টে শানজা তাবাসসুম ঐশী প্রথম, ওয়াসফিয়া মামনুন দ্বিতীয়, ফাইরুজ ফাইজা তৃতীয় হয়েছে। বিস্কিট দৌড়ে ফাইরুজ ফাইজা প্রথম, দোয়া দ্বিতীয়, মেয়সাম তাজ তৃতীয় হয়েছে।
৩য়-৪র্থ শ্রেণির ছেলেদের ৫০ মিটার দৌড়ে তানভীর মাহফুজ প্রথম, এহসানুল হক রাইয়ান দ্বিতীয় হয়েছে। চকলেট দৌড়ে তানভীর মাহফুজ প্রথম, সৌম্য চক্রবর্তী দ্বিতীয়, এহসানুল হক রাইয়ান তৃতীয় হয়েছে। অংক পরীক্ষায় এহসানুল হক রাইয়ান প্রথম, সৌম্য চক্রবর্তী দ্বিতীয়, সেহাব ইবনে আহসান ইমাদ তৃতীয় হয়েছে। একই শ্রেণির মেয়েদের ৫০ মিটার দৌড় ইভেন্টে কৌশিকী বড়–য়া প্রথম, সাবিহা তাহের আবৃত্তি দ্বিতীয়, রৌদ্রিকা রূপকথা বড়–য়া তৃতীয় হয়েছে। চকলেট দৌড়ে কৌশিকি বড়–য়া প্রথম, সাবিহা তাহের আবৃত্তি দ্বিতীয়, কায়েনাত ই জান্নাত তৃতীয় হয়েছে। অংক পরীক্ষায় কৌশিকি বড়–য়া প্রথম, সাবিহা তাহের আবৃত্তি দ্বিতীয়, কায়েনাত ই জান্নাত তৃতীয় হয়েছে।
৫ম-৬ষ্ঠ ছেলেদের ৮০ মিটার দৌড়ে শাফকাত আবরার রুহান প্রথম, জিবরান মাহফুজ দ্বিতীয়, অংক দৌড় প্রতিযোগিতায় চৌধুরী জাওয়াদ যাহিন প্রথম, শাফকাত আবরার রুহান দ্বিতীয়, জিবরান মাহফুজ তৃতীয় হয়েছে। চিপস দৌড়ে শাফকাত আবরার রুহান প্রথম, চৌধুরী জাওয়াদ যাহিন দ্বিতীয়, জিবরান মাহফুজ তৃতীয় হয়েছে। একই শ্রেণীর মেয়েদের ৮০ মিটার দৌড়ে নুসাইবা তাবাসসুম প্রথম, সোহারা সামরিন দ্বিতীয়, তাসনিয়া তাবাসসুম অথৈ তৃতীয় হয়েছে। অংক দৌড়ে উম্মে হাবিবা মুমু প্রথম, সামান্তা দিদার দিঘী দ্বিতীয়, আসফি রায়হান তৃতীয় হয়েছে। চিপস দৌড়ে উম্মে হাবিবা প্রথম, আসফি রায়হান দ্বিতীয়, তাসনিয়া তাবাসসুম অথৈ তৃতীয় হয়েছে।

৭ম – ৮ম শ্রেণির ছেলেদের ১০০ মিটার দৌড় ইভেন্টে প্রথম সানজিদ হাসান, দ্বিতীয় চৌধুরী মুহম্মদ ফারিজ ফরিদ, মেশকাতুল হায়াত তৃতীয়, স্মৃতিশক্তি পরীক্ষায় হুমাম মাহমুদ প্রথম, চৌধুরী মুহম্মদ ফারিজ ফরিদ দ্বিতীয়, মিশকাতুল ফেরদৌস তৃতীয়, চিপস দৌড়ে মেশকাতুল হায়াত প্রথম, সানজিদ হাসান দ্বিতীয়, চৌধুরী মুহম্মদ ফারিজ ফরিদ তৃতীয় হয়েছে। একই শ্রেণির মেয়েদের ভারসাম্য দৌড়ে নাজিফা চৌধুরী প্রথম, সানন্দা দাশ দ্বিতীয়, কাশেফা মোহছেনা তৃতীয়, স্মৃতিশক্তি পরীক্ষায় সানন্দা দাশ প্রথম, নাজিফা চৌধুরী দ্বিতীয়, কাশেফা মোহছেনা তৃতীয়, চিপস দৌড়ে নাজিফা চৌধুরী প্রথম, সানন্দা দাশ দ্বিতীয়, কাশেফা মোহছেনা তৃতীয় হয়েছে।

এদিকে ৯ম ও ১০ম শ্রেণির ছেলেদের ১০০ মিটার দৌড়ে অপরূপ বড়–য়া প্রথম, অর্ঘ্য দিবাকর ঘোষ দ্বিতীয় হয়েছে। স্মৃতিশক্তি পরীক্ষায় মিফতাহুল ফেরদৌস প্রথম, আবরার হাসান দ্বিতীয়, অর্ঘ্য দিবাকর ঘোষ তৃতীয় হয়েছে। চিপস দৌড়ে আবরার হাসান প্রথম, মিফতাহুল ফেরদৌস দ্বিতীয়, অপরূপ বড়–য়া তৃতীয় হয়েছে। একই শ্রেণির মেয়েদের দৌড়ে অজয়িতা বড়–য়া প্রথম, রাইসা হাফিজ খান দ্বিতীয়, ফারিহা মুজাহিদ রুহি তৃতীয় হয়েছে। স্মৃতিশক্তি পরীক্ষায় রাইসা হাফিজ খান প্রথম, অজয়িতা বড়–য়া দ্বিতীয়, জারিন ইবনাত তৃতীয় হয়েছে।
কলেজ ছেলেদের দৌড়ে মো. নিযাম উদ্দিন প্রথম, অমিয় ইসলাম দ্বিতীয়, আসফাকুল ইসলাম তৃতীয় হয়েছে। ডার্টে আসফাকুল ইসলাম আকিব প্রথম, অমিয় ইসলাম দ্বিতীয় হয়েছে। হিট স্ট্যাম্টে নিযাম উদ্দিন প্রথম, আসফাকুল ইসলাম দ্বিতীয়, রবিন মল্লিক তৃতীয় হয়েছে। মেয়েদের দৌড়ে উম্মে সায়মা সুলতানা প্রথম, তাসনুভা সুলতানা দ্বিতীয়, অপরাজিতা বড়–য়া তৃতীয় হয়েছে। ডার্টে অপরাজিতা বড়–য়া প্রথম, উম্মে সায়মা সুলতানা দ্বিতীয়, তাসনুভা সুলতানা তৃতীয় হয়েছে। হিট স্ট্যাম্পে সামিহা মেহজাবীন প্রথম, উম্মে সায়মা সুলতানা দ্বিতীয়, পূর্ণা বড়–য়া তৃতীয় হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছেলেদের দৌড় প্রতিযোগিতায় অনাবিল বড়–য়া প্রথম, রিজভান হোসাইন দ্বিতীয়, যামিউল ইসলাম তৃতীয়, ডার্টে উৎসব বড়–য়া প্রথম, রিজভান হোসাইন দ্বিতীয়, নাবিল তৃতীয় হয়েছে। হিট স্ট্যাম্পে অনাবিল বড়–য়া প্রথম,আসিফ মো. মোহাইমিন দ্বিতীয়, নাবিল তৃতীয় হয়েছে। মেয়েদের ভারসাম্য দৌড়ে সৈয়দা খানম লুৎফা প্রথম, ত্রমিলা বড়–য়া দ্বিতীয়, হুমাইরা মুজাহিদ আঁখি তৃতীয় হয়েছে। ডার্টে হুমাইরা মুজাহিদ আঁখি প্রথম, নিশাত তাসনিম মায়িশা দ্বিতীয়, লুৎফা তৃতীয় হয়েছে। হিট স্ট্যাম্পে হুমাইরা মুজাহিদ আঁখি প্রথম, লুৎফা দ্বিতীয়, নিশা বড়–য়া তৃতীয় হয়েছে।

সহধর্মীণীদের বল থ্রো ইন বাস্কেট ইভেন্টে অঞ্জু চৌধুরী প্রথম, তপতী দাশ দ্বিতীয়, নাসিমা বেগম তৃতীয় হয়েছেন। ডার্টে আরেফা বেগম প্রথম, রীনা দস্তিদার দ্বিতীয়, শামীম আকতার তৃতীয় হয়েছেন। হিট দ্যা স্টাম্পে প্রথম হয়েছেন তৈয়বুন নূর, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে তাসলিমা জান্নাত ও তাহমিনা আকতার।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট