চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোনালদো-কেনের হ্যাটট্রিকে পর্তুগাল ইংল্যান্ডের গোলবন্যা

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৯ | ১:৩৮ পূর্বাহ্ণ

ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ইউরো বাছাইয়ে লিথুয়ানিয়ার জালে আধাডজন গোল জড়িয়েছে পর্তুগাল। ইংল্যান্ড ছিল আরও বিধ্বংসী, হ্যারি কেনের হ্যাটট্রিকে তারা গোলবন্যায় ভাসিয়েছে মন্টেনেগ্রোকে। একই রাতে ঘরের মাঠে মলডোভাকে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন্স ফ্রান্স। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে লিথুয়ানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। নিজেদের মাঠে মন্টেনেগ্রোকে ৭-০তে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। আর ফ্রান্স ২-১ ব্যবধানে জিতেছে মলডোভার বিপক্ষে। ‘বি’ গ্রুপের ম্যাচে পর্তুগালের গোলবন্যার শুরুটা করেন রোনালদোই। ম্যাচের সপ্তম মিনিটে স্পটকিকে লিড আনেন। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিআর সেভেন। ৩৪ বছর বয়সী মহাতারকা হ্যাটট্রিক পূর্ণ করেন বিরতির পর, ম্যাচের ৬৫ মিনিটে। তার আগেই ৫২ মিনিটে পিজ্জি, চার মিনিট পর গনজালো প্যাসিয়েনসিয়া ও রোনালদোর হ্যাটট্রিকের দুই মিনিট আগে বের্নার্দো সিলভা বাকি গোল তিনটি করেন। হ্যাটট্রিকের ম্যাচে জাতীয় দলের জার্সিতে গোলসংখ্যা ৯৮তে নিয়েছেন রোনালদো। আর দুটি হলেই সেঞ্চুরি। আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা ইরানের আলি দাইয়ের (১০৯টি) খুব কাছেই তিনি। এই জয়ে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলার খুঁটিতে জোর পেয়েছে পর্তুগাল। একইরাতে সার্বিয়া ৩-২ গোলে লুক্সেমবার্গের বিপক্ষে জিতেছে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপশীর্ষে ইউক্রেন, ১৪ পয়েন্টে দুইয়ে পর্তুগাল, আর এক পয়েন্ট কমে তিনে সার্বিয়া। রাতের অন্য ম্যাচে, আন্তর্জাতিক ফুটবলে নিজেদের ১০০০তম ম্যাচে মন্টেনেগ্রোকে ৭-০ গোলে ভাসাতে সেরা নায়ক হ্যারি কেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে এলেক্স অক্সলেড-চেম্বারলেইন গোলে ১১ মিনিটে খাতা খোলে ইংলিশরা। ম্যাচের ১৯ মিনিটে নিজের প্রথম গোলটি করেন কেন। পাঁচ মিনিট পর আরেকদফা জাল খুঁজে নেন তিনি। ৩৭ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। ইংলিশ জার্সিতে তৃতীয় হ্যাটট্রিকে আন্তর্জাতিক গোল ৩০-এ টেনে নিলেন তিনি। এর মাঝে ৩০ মিনিটে জাল খুঁজে নেন মার্কাস র‌্যাশফোর্ড।

৬৬ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন অতিথিদের এলেক্সান্দার। ৮৪ মিনিটে স্কোরবোর্ডে নাম তোলেন কেনের বদলি টামি আব্রাহাম। ২২ বছর বয়সী ফরোয়ার্ডের জাতীয় দল জার্সিতে এটি উদ্বোধনী গোল। এই জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে পরের বছরের ইউরোতে খেলা নিশ্চিত ইংল্যান্ডের। একই রাতে কসোভোকে ২-১ গোলে হারানো চেক রিপাবলিকও যাচ্ছে মূলপর্বে, সমান ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। আর ১১ পয়েন্টে তিনে আছে কসোভো। অন্য ম্যাচে, মলডোভাকে ২-১ গোলে হারানো ফ্রান্স ঘরের মাঠে প্রথমে পিছিয়ে পড়েছিল। ম্যাচের নবম মিনিটে অতিথিদের ভাদিম রাটা গোল করে বসেন। পরে ৩৫ মিনিটে রাফায়েল ভারানে সমতা ফেরান, আর অলিভিয়ে জিরুদ ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন। ফ্রান্সের জয়ে ‘এইচ’ গ্রুপের হিসাব দাঁড়াল ৯ ম্যাচে ২২ পয়েন্টে শীর্ষে থাকা ফরাসিদের মূলপর্ব নিশ্চিত। সমান ম্যাচে ২০ পয়েন্টে দুইয়ে থাকা তুরস্কও মূলমঞ্চে যাচ্ছে। তিনে আইসল্যান্ড ১৬ ও ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের চারে আলবেনিয়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট