চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাতীয় লিগের চার ম্যাচই ড্র

স্পোর্টস ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৯ | ৪:৪৩ পূর্বাহ্ণ

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের চার ম্যাচের সবগুলো ড্র হয়েছে। প্রথম স্তরে গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহীর সঙ্গে ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে খুলনা। তাদের টপকে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে ঢাকা, রংপুরের সঙ্গে ড্র করেছে তারা। দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর সঙ্গে ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে সিলেট। বরিশালে স্বাগতিকদের সঙ্গে চট্টগ্রামের ম্যাচ হয়েছে মাত্র ঘণ্টাখানেক। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এই ম্যাচে, যার ফল নিশ্চিতভাবে হয়েছে ড্র। মিরপুরে প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৪ রানে শেষ দিন খেলতে নামে খুলনা। রাজশাহীর ১৫১ রানের জবাবে তারা গুটিয়ে যায় ২০১ রানে। রাজশাহীর অলরাউন্ডার ফরহাদ রেজা ৬ উইকেট নেন। রাজশাহী দ্বিতীয় ইনিংস খেলতে পেরেছে দুই সেশন। অভিষেক মিত্রর (৫১) হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ১৯১ রান করে তারা। খুলনার স্পিনার আব্দুর রাজ্জাক ৪ উইকেট নেন। খুলনার পক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া রুবেল হোসেন হয়েছেন ম্যাচসেরা। বরিশালে শেষ দিনও ছিল বৃষ্টির দাপট। ম্যাচ শুরু হয় বিকেল ৩টায়। বরিশাল টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৭০ রানে ইনিংস ঘোষণা করে। চট্টগ্রাম কোনও উইকেট না হারিয়ে দিন শেষ করে ৪৫ রানে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট