চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কাল মেয়র গোল্ডকাপ ওয়ার্ড ফুটবলের উদ্বোধন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১২ নভেম্বর, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিটি কর্পোরেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট আগামীকাল থেকে শুরু হচ্ছে। এম এ আজিজ স্টেডিয়ামে বিকেল ৫টা ৩০ মিনিটে উদ্বোধনী খেলায় ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড ও ১৬ নং চকবাজার ওয়ার্ড ফুটবল দল মুখোমুখি হবে। চট্টগ্রামের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম লেদুর সভাপতিত্বে ও ফুটবল সম্পাদক মো. ইউসুফের সঞ্চালনায় টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি ও সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে সিজেকেএস যুগ্ম-সম্পাদক মো. আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য একেএম এহসানুল হয়দার চৌধুরী বাবুল, সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান এস এম শহীদুল ইসলাম ও মাহমুদুর রহমান মাহবুব, যুগ্ম-সম্পাদক আক্তারুজ্জামান, ডা: তিমির বরণ চৌধুরী, কাউন্সিলর ডেরিক র‌্যান্ডলপ, প্রবীণ কুমার ঘোষ, এনামুল হক ও আলী হাসান রাজু।

এ টুর্নামেন্টে সিটি কর্পোরেশনের আওতাধীন ৪১টি ওয়ার্ড এর মধ্যে ৩৯টি ওয়ার্ড অংশগ্রহন করেছে। ৩৯ নং দক্ষিণ পশ্চিম হালিশহর ও ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেনা। ৩৯টি ওয়ার্ড দলকে ১৩টি গ্রুপে বিভক্ত করে গ্রুপ লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ১টি করে দল নিয়ে প্রি কোয়ার্টার (নক-আউট), কোয়ার্টার (নক-আউট), সেমি ফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব উদ্যোগে টিকিট বিক্রি র্ক হবে। এতে গ্যালারী ১০ টাকা এবং প্যাভেলিয়ন ৫০ টাকা দাম ধার্য্য করা হয়েছে। প্রতি ওয়ার্ডকে নিজ নিজ খেলার দিন ২০০ টি গ্যালারী টিকেট ফ্রি দেওয়া হবে। টুর্নামেন্টের বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট ২৭ লক্ষ ৫০ হাজার টাকা। বাজেটের সমুদয় টাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্পন্সর করবে। এতে চ্যাম্পিয়ন দলকে ট্র্রফিসহ নগদ ৩ লক্ষ টাকা, রানার্সকে ট্র্রফিসহ নগদ ২ লক্ষ টাকা, তৃতীয় স্থান লাভী দলকে ট্র্রফিসহ নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৪র্থ স্থানকে ট্র্রফিসহ নগদ ৫০ টাকা এবং সুশৃঙ্খল দলকে ট্র্রফিসহ নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া টুর্নামেন্ট সেরা, ফাইনাল সেরা, সর্বোচ্চ গোলদাতা, প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড়সহ আরো একাধিক পুরস্কার রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট