চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাউথ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপে চট্টগ্রামের সেরা সাফল্য

১২ নভেম্বর, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

৮ নভেম্বর থেকে শুরু হওয়া ২-দিনব্যাপী ৫ম সাউথ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার তিন কারাতেকা পদক অর্জন করেছে। এতে -৬৭ কেজি ওজন শ্রেণীতে নাইমুর রহমান রানার আপ, -৭৫ কেজি ও +৬৭ কেজি ওজন শ্রেণীতে যথাক্রমে প্রত্যয় বড়–য়া ও আবিদা সুলতানা আভা তৃতীয় স্থান অর্জন করেন। এটা দক্ষিণ এশিয়ার কারাতে প্রতিযোগিতায় এ পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ সাফল্য। এই আসরে অংশ বাংলাদেশসহ ৫টি দেশ নেয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে ও সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হওয়া সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপের প্রধান অতিথি হিসেবেউদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সভাপতি ভারত শর্মা সহ অংশগ্রহণকারী দেশসমুহের জাতীয় কারাতে ফেডারেশনের সভাপতিবৃন্দ। সভাপতিত্ব করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ও সিজেকেএস যুগ্ম-সম্পাদক শাহজাদা আলম।

এই আসরে ৬০টি ক্যাটাগরিতে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র বিভাগে ২৪৫ জন খেলোয়াড় অংশ গ্রহণ করে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট