চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অনিশ্চয়তায় সাইফউদ্দিনের ভারত সফর

২১ অক্টোবর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও মোহাম্মদ সাইফউদ্দিন সফরে যেতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা।

পিঠের চোটের কারণে তাকে ছাড়াই যেতে পারে বাংলাদেশ দল। পিঠের চোট সাইফউদ্দিনের জন্য নতুন কিছু নয়। এই চোট তাকে ভুগিয়েছে গত বিশ্বকাপেও। ম্যাচ খেলেছেন ইনজেকশন নিয়ে। কিছুদিন আগে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন। বর্তমানে পুনর্বাসনে আছেন এই পেসার। তাকে নিয়েই তিন ম্যাচ টি-টোয়েন্টির দল ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু তার সবশেষ স্ক্যান রিপোর্টে ভালো কিছু না আসায় তাকে নিয়ে শঙ্কায় পড়েছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন রোববার বলেছেন, ‘আমার মনে হচ্ছে না সাইফউদ্দিন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবে। আগামীকাল (আজ)ফিজিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে আমরা তাকে পাওয়ার আশা দেখছি না।’ এরই মধ্যে সাইফউদ্দিনের বিকল্প ভাবা শুরু হয়েছে। সাইফউদ্দিনের চোটের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য তাকে ইংল্যান্ডে এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেখানে সাইফউদ্দিনের বায়োমেকানিক্যাল টেস্ট করা হবে।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট