চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জুভেন্টাস-ম্যান সিটির জয় অপ্রত্যাশিত হার রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

লা লিগায় আগের ম্যাচ জিতে শীর্ষে উঠেছিল বার্সেলোনা। তাই মায়োর্কার বিপক্ষে জিতলে পুনরায় শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। তাতো হলোই না উল্টো মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ নিয়েছে রিয়াল। তাদের অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হারিয়ে দিয়েছে মায়োর্কা। ম্যাচের ৭ মিনিটে গোল হজম করে ২০০৬ সালের পর মায়োর্কার মাঠে হারের তিক্ত স্বাদ নিলো রিয়াল। গোলটি করেন লেগো জুনিয়র। অপর দিকে রেলিগেশন জোন থেকে উপরে উঠে ১৪তম স্থানে জায়গা করে নিয়েছে মায়োর্কা। প্রিমিয়ারশিপে ঘুরে দাঁড়িয়েছে ম্যান সিটি। ২-০ গোলের স্বস্তিদায়ক জয় পেয়েছে তারা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।

ম্যাচের প্রথম গোলের দেখা পেতে তাদের অপেক্ষায় থাকতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। বেরনার্ডো সিলভার ক্রস থেকে দুর্দান্ত হেডে প্রথম গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। সিটির ব্যবধান দ্বিগুণ করতে সময় লেগেছে মাত্র ৯৩ সেকেন্ড। রাহিম স্টারলিংয়ের চিপ থেকে অসাধারণ ভলিতে জালে বল পাঠান ডেভিড সিলভা। এই জয়ে দ্বিতীয় স্থানে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল। ইতালিতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে জুভেন্টাস। সিরি ‘এ’তে বোলোগনাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। গত ম্যাচে ক্যারিয়ারের ৭০০তম গোলের মাইলফলক ছুঁয়েছিলেন রোনালদো। একে স্মরণীয় করতে এই ম্যাচের আগে ৭০০ লেখা জার্সি উপহার দেওয়া হয়েছিল পর্তুগিজ তারকাকে। সেই জার্সি প্রাপ্তির পর গোল সংখ্যা ৭০১ এ নিয়ে যেতে খুব বেশি সময় নেননি তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট