চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

অধিনায়কত্ব হারিয়ে আমার স্বামী হতাশ নন : সরফরাজের স্ত্রী

২০ অক্টোবর, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

নেতৃত্ব থেকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদের বিদায়টা সুখকর হয়নি। কারণ গত ওয়ানডে বিশ্বকাপে নানা কা- ঘটিয়ে তুমুল সমালোচিত হয়েছিলেন সরফরাজ আহমেদ। তার ওপর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই। এক্ষেত্রে প্রয়োজনের সময় দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন সরফরাজ। এ কারণে বেশ কিছুদিন ধরেই তাকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরাতে চেয়েছিলেন পাকিস্তানের বর্তমান কোচ মিসবাহ উল হক। তাই শেষ পর্যন্ত টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারাতে হলো সরফরাজকে। এদিকে সরফরাজের স্ত্রী সৈয়দা খুশবত জানান, ক্রিকেট বিশ্বে বড় খবর হয়েই এসেছে পাকিস্তানের দুই ফরম্যাটে সরফরাজের নেতৃত্ব হারানোর বিষয়টি। তবে অধিনায়কত্ব হারিয়ে সরফরাজ হতাশ নন। খুশবত বলেন, ‘না, আমি বা আমার স্বামী কেউই বিচলিত নই। এটা বোর্ডের সিদ্ধান্ত এবং আমরা সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’ সরফরাজের স্ত্রী বলেন, ‘আমরা তিন বছর আগেই জানতাম এমনটি হবে। এমন নয় তার রাস্তা বন্ধ হয়ে গেল। সে বরং এখন চাপমুক্ত থেকে খেলতে পারবে।’ ৩২ বছর বয়সী ক্রিকেটার অভিমানে অবসর নিবেন কি না- এ প্রশ্নের জবাবে খুশবত বলেন, ‘কেন সে অবসর নিবে? তার বয়স এখন মাত্র ৩২। ধোনির (মহেন্দ্র সিং ধোনি, ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান দলের অন্যতম সদস্য) বয়স কত? ৩৮ বছর। সে কি অবসর নিয়ে বসেছে?

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট