চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘দ্য হান্ড্রেডে’ বাংলাদেশের ১১ জন সাকিব-তামিমদের ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড

১৭ অক্টোবর, ২০১৯ | ১:০২ পূর্বাহ্ণ

১০০ বলের ক্রিকেটের ড্রাফটে রয়েছেন মুশফিক, তামিম ও সাকিব। অবশেষে দ্য হান্ড্রেডের পূর্ণ ড্রাফট প্রকাশ করেছেন আয়োজকরা। তালিকায় সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় আছেন ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নাররা। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড। তালিকাতে তার পরের ভিত্তিমূল্যের তালিকাতেই স্থান হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবালের। বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ধরা হয়েছে তাদের। যার মূল্যমান ১ লাখ পাউন্ড। রশিদ খানের ভিত্তিমূল্যও ১ লাখ পাউন্ড। পেসার মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার পাউন্ড। মুশফিকুর রহিম, লিটন দাস, ইমরুল কায়েসের অবশ্য আরও কম-৪০ হাজার পাউন্ড। আগামী রবিবার অনুষ্ঠিত হবে ড্রাফটের নিলাম। প্রথমে জানা গিয়েছিল হান্ড্রেড বল ক্রিকেটে সাকিব আল হাসান, তামিম ইকবালসহ মোট ৬ জন বাংলাদেশি ক্রিকেটার থাকবেন ড্রাফটে। তবে চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে রয়েছেন ১১ জন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট