চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সৌরভের কাছ থেকে বাড়তি সুবিধার আশায় বিসিবি

স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

নাটকীয় এক পালাবদলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে যান সৌরভ। তার দায়িত্ব পাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। এমনিতে হয়তো অন্য দেশের ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের গুরুত্ব বাংলাদেশে খুব একটা থাকে না। তবে বিসিসিআইয়ের শীর্ষ পদে এই সম্ভাব্য বদল বাংলাদেশের ক্রিকেটে বাড়তি আলোচনার খোরাক জোগাচ্ছে তিনি সৌরভ বলেই। বাঙালি বলে বাড়তি আবেদন তো আছেই। সঙ্গে আছে ব্যক্তিগত সম্পর্কের দাবি। সৌরভ গাঙ্গুলির বিসিসিআই সভাপতি হতে যাওয়া তাই কিছুটা আশার ঢেউ তুলেছে বিসিবিতে। সৌরভ দায়িত্বটি পেলে একটু হলেও বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। রোববার

গতকাল সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস শোনালেন সৌরভকে ঘিরে নিজেদের আশার কথা। ‘এমনিতেই বিসিসিআইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। যারা এখন বর্তমানে আছেন, তাদের সঙ্গে সম্পর্ক ভাল। আগে যারা ছিলেন তাদের সঙ্গেও ছিল। সৌরভ গাঙ্গুলি একজন বাঙালি, একজন সাবেক ক্রিকেটার, সেজন্য নিঃসন্দেহে বাড়তি একটা সুবিধা আমরা পাব। তার সঙ্গে কোনো একটা ইস্যু নিয়ে আলোচনা করতে আমরা হয়তো আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ করব।’ ‘এখানে আমাদের অনেকের সঙ্গেই ব্যক্তিগত সম্পর্ক আছে। বাংলাদেশে অনেকবার খেলে গিয়েছেন। হি ইজ ভেরি ইয়াং। আমাদের এখানে তার একটা আত্মার সম্পর্ক আছে, অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে। এগুলো নিঃসন্দেহে কাজে লাগবে।’ কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে সৌরভকে, সেটিরও একটি ধারণা দিলেন জালাল ইউনুস। ‘আমরা যে খেলাগুলো আগে পাইনি, হয়তো দ্বিপাক্ষিক সিরিজ, জুনিয়র লেভেলেও যদি একচেঞ্জ প্রোগ্রাম থাকে, সেগুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করতে পারব, এই সুবিধাটা থাকবে।’

এর আগে নাটকীয় মোড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হওয়ার পথে এগিয়ে গেছেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিনই গাঙ্গুলি তার মনোনয়ন পত্র জমা দেন এবং একাধিক প্রার্থী না থাকায় অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক এই ব্যাটসম্যান। ভারতের সেরা অধিনায়কদের একজন ৪৭ বছর বয়সী গাঙ্গুলি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বর্তমান প্রধান। বিসিসিআই প্রধানের দায়িত্ব তিনি পেতে পারেন ১০ মাসের জন্য।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট