চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পিএসজি, বায়ার্ন, এথলেটিকো, জুভিদের জয়

কোনো রকমে রক্ষা রিয়ালের

স্পোর্টস ডেস্ক

৩ অক্টোবর, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স লিগে নিজ নিজ গ্রুপের ম্যাচের মাঠে নেমেছিল ফরাসি জায়ান্ট পিএসজি, স্প্যানিশ ফেভারিট এথলেটিকো মাদ্রিদ, ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। তিনটি দলই জয় তুলে নিয়েছেন। পিএসজি ১-০ গোলে হারিয়েছে গ্যালাতাসারেকে। জুভিরা ৩-০ গোলে হারিয়েছে বায়ার লেভুরকুজেনকে আর ২-০ গোলে লোকোমোটিভ মস্কোকে হারিয়েছে এথলেটিকো। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বেলজিয়ামের ক্লাব ব্রুগার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। নিজেদের প্রথম ম্যাচে ফরাসি জায়ান্ট পিএসজির বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়া স্পেনের দলটি এবার নিজেদের মাঠে জয় তুলে নিতে পারেনি। বরং ২-০ গোলে পিছিয়ে পড়ে ড্র করেছে। ঘরের মাঠে খেলতে নেমেছিল ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। আতিথ্য জানিয়েছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। শুরুতে গোল করে লিডও নিয়েছিল স্বাগতিক টটেনহ্যাম। আর গোল হজম করেই কী না নিজেদের সেরা ম্যাচটি খেললো আতিথ্য নেওয়া বায়ার্ন! টটেনহ্যামের মাঠে গোল উৎসবে মেতেছিল জার্মান জায়ান্ট বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশ ক্লাব টটেনহ্যামকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। দলের হয়ে চারটি গোল করেন জার্মান মিডফিল্ডার সের্গেই জিনাব্রি, দুটি গোল করেন বরার্তো লেভানোডফস্কি আর একটি গোল করেন জশুয়া কিমিচ।

আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দির একমাত্র গোলে জিতেছে পিএসজি। পাবলো সারাবিয়ার এসিস্ট থেকে ম্যাচের ৫২ মিনিটের মাথায় গোল করে আতিথ্য নেওয়া পিএসজিকে এগিয়ে নেন ইকার্দি। শুরুর একাদশে ছিলেন কেইলর নাভাস, থিয়াগো সিলভা, মারকুইনহোস, মার্কো ভেরাত্তি, সারাবিয়া, ইকার্দি আর ডি মারিয়া। বদলি হিসেবে নেমেছিলেন কাইলিয়ান এমবাপে, হেরেরা। বল দখলের লড়াইয়ে কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারেনি। এদিকে, মস্কোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে দিয়েগো সিমিওনের এথলেটিকো। দ্বিতীয়ার্ধেই এসেছে দুটি গোল। পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স ম্যাচের ৪৮তম মিনিটে দলকে লিড পাইয়ে দেন। এর ৫৮ মিনিটের মাথায় ঘানার থমাস পার্তের গোলে ব্যবধান দ্বিগুণ করে এথলেটিকো। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ

ক্লাবটি। ওদিকে, হিগুয়েন, বেনারডেচি আর রোনালদোর গোলে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। তুরিনের বুড়িরা ম্যাচের ১৭ মিনিটে হিগুয়েনের গোলে লিড নেয়। বিরতির পর ম্যাচের ৬১ মিনিটে বেনারডেচি আর ৮৮ মিনিটে সিআর সেভেনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভিরা। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে এটা রোনালদোর প্রথম গোল। আসরের রেকর্ড গোলদাতা রোনালদোর সব মিলিয়ে গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৭টি। এই গোলের মধ্যদিয়ে আরেকটি রেকর্ডে নিজের নাম জড়িয়েছেন পর্তুগিজ স্টার রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে ৩৩টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। তাতে রিয়াল মাদ্রিদের সাবেক আরেক তারকা ফরোয়ার্ড রাউল গঞ্জালেসের পাশে বসলেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট