চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘প্রেসিডেন্টিয়াল মেডেল অব ফ্রিডম’ উপাধি পেলেন টাইগার উডস

স্পোর্টস ডেস্ক

৮ মে, ২০১৯ | ১:১৪ পূর্বাহ্ণ

‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ উপাধি পেলেন মার্কিন পেশাদার গলফার ও সর্বকালের সেরা গলফার এলদ্রিক ‘টাইগার’ উড (৪২)। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে মেডেল পরার সময় তার চোখে ছিলো জল। এই সময় উড বলেন, ‘আমি যুদ্ধ করেছি, আমি আমার জায়গা থেকে সরে গিয়েছি এবং আমার ফিরে এসেছি, গলফের মতো সেরা খেলাটি আবার খেলেছি।’ ট্রাম্পের উডের লড়াইয়ের প্রশংসা করে বলেন, ‘উড খেলার জগতের ইতিহাসের সেরা এথলেট, সেরা মানুষ ও সেরা ব্যক্তিত্ব। তিনি লাখো তরুণ আমেরিকানের চোখে স্বপ্ন দেখিয়েছেন।’ ট্রাম্প আরো বলেন, ‘উড, আপনার পরবর্তী অর্জনের অপেক্ষা করছি। আপনার মতো আর কেউই নেই।’ পুরস্কার গ্রহণের সময় উডের সঙ্গে ছিলেন তার মা, দুই সন্তান ও বান্ধবী এরিকা হারমেন। নিউইয়র্ক টাইমস জানায়, প্রথম আফ্রো-আমেরিকান ও সর্বকনিষ্ঠ গলফার হিসেবে উড এপ্রিলে ক্যারিয়ারের পঞ্চম ‘মাস্টার্স’ জেতেন। এপ্রিলে প্রায় ১১ বছর অপেক্ষার পর জেতেন ক্যারিয়ারের ১৫তম মেজর। শেষবার ২০০৮ সালে ইউএসওপেন জেতেন সর্বকালের সেরা এই গলফার। ২০০৮ সালে ইনজুরিতে পড়ে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে বসেছিলো। ২০১০ সালে দাম্পত্য কলহ, বিচ্ছেদ ও ২০১৭ সালে ড্রাগ কেলেঙ্কারির কবলে পড়েন উড।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট