চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইস্পাহানি পাইওনিয়র ফুটবলে আরিফকে লাল কার্ড

ওয়াই কে বি ফ্রেন্ডশিপ ক্লাব ও ডায়নামিক একাডেমির জয়

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগে কাকতালীয়ভাবে ওয়াই কে বি ফ্রেন্ডশিপ ক্লাব ও ডায়নামিক ফুটবল একাডেমি দু-দলই পিছিয়ে থাকার পরও নিজ নিজ খেলায় জয় পেয়েছে। দুটি খেলার উল্লেখযোগ্য দিক ছিল ফৌজদার হাট ফুটবল একাডেমির আরিফ হোসেনকে লাল কার্ড প্রদর্শণ। খেলার ৫৫ মিনিটে প্রতিপক্ষের এক ফুটবলারকে ঘুষি মারার কারণে তিনি লাল কার্ড দেখেন। এর ফলে তিনি আগামী দু-ম্যাচ সাসপেন্ড থাকবেন। গতকাল দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ওয়াই কে বি ফ্রেন্ডশিপ ক্লাব ২-১ নির্বাণকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধের ৯ মিনিটে ইমনের গোলে এগিয়ে যায় নির্বাণ (১-০)। অব্যাহত প্রচেষ্টায় ৪৯ মিনিটে কনক বড়–য়ার গোলে সমতা আনে ওয়াই কে বি ফ্রেন্ডশিপ ক্লাব (১-১)। শেষে ৫৫ মিনিটে আরেক বাধন বড়–য়ার গোলে জয় নিশ্চিত হয় ওয়াই কে বি ফ্রেন্ডশিপ ক্লাবের (২-১)। খেলা পরিচালনা করেন রতন কান্তি দাশ গুপ্ত এবং সহকারি ছিলেন, মো. আবদুল কাদের ও মো. শওকত আলী। অপর খেলাতে ডায়নামিক ফুটবল একাডেমিও ২-১ গোলে ফৌজদারহাট ফুটবল একাডেমিকে হারিয়েছে। এখানেও খেলার ২০ মিনিটে কামরুল হোসেনের দেয়া গোলে প্রথমে এগিয়ে যায় ফৌজদারহাট ফুটবল একাডেমি (১-০)। অবশ্য ১০ মিনিট পরেই সমতা আনতে সক্ষম হয় ডায়নামিক ফুটবল একাডেমি। গোলটি করেন সাজির হোসেন (১-১)।

এরপর ৬৬ মিনিটে রমেশ দেব’র গোলে এগিয়ে যায় ডায়নামিক ফুটবল একাডেমি, শেষ পর্যন্ত ঐ গোলের (২-১) উপর ভর করেই তারা জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলায় রেফারি মো. আবু হাসনাত বাবু এবং দুজন সহকারি হলেন, আব্দুল কাদের ও শওকত আলী। আজ শুক্রবার দুপুর ২টায় দিনের প্রথম খেলায় আবদুস সোবাহান ফুটবল দল ও রাইডাস ফুটবল ক্লাব এবং বিকেল ৩টা ৩০ মিনিটে ২য় খেলায় আর্বতন গোষ্ঠী ও চট্টগ্রাম ইডেন স্টান ক্লাব মুখোমুখি হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট