চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দিল্লির জয়ে ছিটকে গেল রাজস্থান

স্পোর্টস ডেস্ক

৫ মে, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

আইপিএলে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে গতকাল ফিরোজ শাহ কোটলায় মাস্ট উইন গেম ছিল রাজস্থানের কাছে। ইশান্ত শর্মা-অমিত মিশ্রদের সামনে অসহায় আত্মসমর্পণ রাজস্থান ব্যাটিংয়ের। এরপর ঋষভ পান্থের অপরাজিত হাফ-সেঞ্চুরিতে সহজ জয় পেল দিল্লি। ১১ পয়েন্ট নিয়ে এবারের আইপিএল শেষ পিঙ্ক ব্রিগেড। ফিরোজ শাহ কোটলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক আজিঙ্কে রাহানে। স্টিভ স্মিথ বিশ্বকাপের শিবিরে যোগ দিতে দেশে ফেরায় আবার নেতৃত্ব ফিরে পেলেন রাহানে। কিন্তু ইশান্ত শর্মা ও অমিত মিশ্রর দাপটে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন রাজস্থান টপ অর্ডার এবং মিডল অর্ডার। একা লড়াই করে গেলেন রায়ান পরাগ। ৪৯ বলে ৫০ রান করে ইনিংসের শেষ বলে আউট হলেন। আইপিএলের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে রাজস্থান। ৩টি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও অমিত মিশ্র। ২টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ১১৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ইশ সোধির জোড়া ধাক্কায় পর পর দুই বলে ফিরে গেলেন দুই দিল্লি ওপেনার শিখর ধাওয়ান এবং পৃথ্বি শাহ। শ্রেয়স আইয়ার, কলিন ইনগ্রাম, রাদারফোর্ডও ফিরলেন দ্রুত। তবে ঋষভ পান্থ একাই ৩৮ বলে অপরাজিত ৫৩ রান করে ম্যাচ জিতিয়ে দেন। ২৩ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দিল্লি। রাজস্থানের হয়ে ইশ সোধি ৩টি এবং শ্রেয়স গোপাল ২টি উইকেট নেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট