চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

অনূর্ধ্ব ১৬ জাতীয় বাস্কেট বলে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১ মে, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

ইতিহাসের অংশ হয়ে গেল চট্টগ্রাম। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব-১৬ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে এ সাফল্য পেয়েছে চট্টগ্রাম।
গতকাল ৩০ এপ্রিল ঢাকা মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চট্টগ্রাম জেলা বাস্কেটবল দল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৫৬-৫২ পয়েন্টে ঢাকা বাস্কেটবল দলকে পরাজিত করে এ কৃতিত্ব দেখিয়েছে। খেলার নির্ধারিত সময় ৪৯-৪৯ পয়েন্টে ড্র থাকে, অতিরিক্ত ৪ মিনিটেও ৫২-৫২ পয়েন্ট এবং আবারো অতিরিক্ত ২ মিনিটেও খেলা ৫২-৫২ পয়েন্টে ড্র ছিল। এরপর পুন:রায় অনুষ্ঠিত অতিরিক্ত ২ মিনিটের খেলায় চট্টগ্রাম জেলা বাস্কেটবল দল ৫৬-৫২ পয়েন্টে ঢাকা বাস্কেটবল দলকে পরাজিত করে। ফাইনালে চট্টগ্রামের পক্ষে চিশতী সর্বোচ্চ ১২ পয়েন্ট এবং রবিউল ১১ পয়েন্ট অর্জন করে। চট্টগ্রাম জেলা দলের এ সাফল্যে এবং দেশের বুকে চট্টগ্রামের নাম সম্মানজনকভাবে তুলে ধরার জন্য জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বাস্কেটবল কমিটির সম্পাদক জি এম হাসান সকল খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন। খেলোয়াড়দের সংবর্ধনাও প্রদান করা হতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট