চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দর্শককে নেইমারের ঘুষি

২৯ এপ্রিল, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

একদিন আগেই চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্যের ঘটনায়। সেটির রেশ কাটতে না-কাটতেই আবার বিতর্কে জড়িয়ে পড়লেন নেইমার। রেনের বিপক্ষে ফরাসি কাপের ফাইনাল ম্যাচ শেষে মেজাজ হারিয়ে এক দর্শককে ঘুষি মেরেছেন পিএসজি ফরোয়ার্ড। গত শনিবার রাতে স্টাডে ডি ফ্রান্সে এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে গত জানুয়ারির পর প্রথমবার শুরুর একাদশে নেমেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২১ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ২-০ গোলে। এর আগে জাতীয় দলের সতীর্থ দানি আলভেজকে দিয়ে প্রথম গোলটাও করান নেইমারই। পরে দুই গোল শোধ দিয়ে টাইব্রেকারে পিএসজিকে ৬-৫ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রেন। ম্যাচ শেষে রানার্সআপ মেডেল নেওয়ার জন্য গ্যালারির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পিএসজির খেলোয়াড়রা। এ সময় অনেক দর্শক প্রিয় খেলোয়াড়ের ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন। নেইমারের দিকে ফোন তাক করে রেখেছিলেন এক দর্শক। কাছে যেতেই নেইমার প্রথমে ডান হাত দিয়ে দর্শকের ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। দুজনের মধ্যে তখন কিছুটা বাক্য বিনিময়ও হয়। এরপরই ওই দর্শকের থুতনিতে আঘাত করে চলে যান নেইমার। ওই মুহূর্তে দুজনের মধ্যে ঠিক কী ধরনের কথা হয়েছিল, সেটা অবশ্য জানা যায়নি। তবে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুতই। নেইমার আবার যে সমস্যায় পড়তে যাচ্ছেন, তা বলাই যায়।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট