চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

শচীনকে পিছনে ফেলে ১২ হাজারে দ্রুততম কোহলি

স্পোর্টস ডেস্ক

২ ডিসেম্বর, ২০২০ | ১:০৬ অপরাহ্ণ

বুধবার ক্যানবেরার মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ২৪ রান করেই তিনি টপকে গেলেন এক দিনের ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন ওয়ানডের দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড নিজের করে নেন বর্তমান অধিনায় কোহলি।

১২ হাজার রান করতে বিরাটের আগে সব চেয়ে কম ইনিংস নিয়েছিলেন শচীন টেন্ডুলকার। ৩০০ ইনিংস খেলে তিনি পৌঁছে গিয়েছিলেন এই রানে। কিন্তু বুধবারসেই রেকর্ড ভেঙে দিলেন বিরাট। শচীনের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই করে ফেললেন ১২ হাজার রান।

ভারতের ২ ব্যাটসম্যান ছাড়াও ১২ হাজার রানের মাইলফলক পার করেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। তার লেগেছিল ৩১৪ ইনিংস। কুমার সাঙ্গকারার লেগেছিল ৩৩৬ ইনিংস, সনৎ জয়াসুরিয়ার লেগেছিল ৩৭৯ ইনিংস এবং মাহেলা জয়বর্ধনের লেগেছিল ৩৯৯ ইনিংস।

বিশ্বের সেই সব সেরা ব্যাটসম্যানদের টপকে সেই মাইলফারক ছুঁয়ে গেলেন বিরাট। এবং তা করলেন অনেক কম ইনিংস খেলে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট