চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ফিফা র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২০ | ৬:৫৫ অপরাহ্ণ

ফিফা র‌্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৮৪তম অবস্থানে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৭ নম্বরে। তিন ধাপ এগিয়ে ও ৯২০ পয়েন্ট পেয়ে জামাল ভূঁইয়ারা এখন ১৮৪-তে উঠে এসেছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতই সবচেয়ে এগিয়ে আছে। নতুন র‍্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি হয়ে ভারতের বর্তমান অবস্থান ১০৪তম। এরপরই আছে আফগানিস্তান (১৫০), মালদ্বীপ (১৫৫), নেপাল (১৭১), বাংলাদেশ (১৮৪), ভুটান (১৮৯), পাকিস্তান (২০০) ও শ্রীলঙ্কা (২০৬)।

ফিফা’র র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে রয়েছে ইউরোপের দেশ বেলজিয়াম। এরপরেই দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল, চারে ইংল্যান্ড, পাঁচে পর্তুগাল আর ছয়ে স্পেন।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট