চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ বিসিবি’র

সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ বিসিবি’র

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২০ | ৬:২৬ অপরাহ্ণ

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য সশস্ত্র নিরাপত্তারক্ষী (গানম্যান) নিয়োগ দিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার (১৮ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে আসলে পুরোটা সময় জুড়ে সাকিবের পাশে আলাদা একজন গানম্যানকে দেখা গেছে।

সম্প্রতি ফেসবুক লাইভের মাধ্যমে সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন সিলেটের মহসিন তালুকদার নামের এক যুবক। সেই ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করা হলেও ঝুঁকির কথা বিবেচনায় তার জন্য গানম্যান নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড়তি নিরাপত্তার জন্য এটি করা। অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু একটা ঘটেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস এসেছে, তাই সাময়িকভাবে একটু সাবধানতা অবলম্বন করা। বিষয়টি অবশ্যই উদ্বেগজনক। এমন কিছু কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। তাই বিসিবি’র নিরাপত্তা বিভাগ থেকেই সাকিবের জন্য একজন নিরাপত্তারক্ষীকে দায়িত্ব পালন করতে পাঠানো হয়েছে।

 

 

 

পূর্বকোণ/আরপি

 

 

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট