চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পগবার জাতীয় দল ছাড়ার খবর গুজব

পগবার জাতীয় দল ছাড়ার খবর গুজব

পূর্বকোণ ডেস্ক

২৬ অক্টোবর, ২০২০ | ১০:২২ অপরাহ্ণ

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পল পগবার জাতীয় দল ছাড়ার খবর গুজব। নিজের ইনস্টাগ্রামে একাউন্টে এ নিয়ে বেশ বড়সড় বিবৃতি দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। আজ সোমবার পগবা ইনস্টাগ্রামে দ্য সানের প্রকাশিত সংবাদের স্ক্রিনশট পোস্ট করেন। ক্যাপশনে বড় বিবৃতিতে বলেছেন, ‘পুরো খবরটাই ভুয়া ও অগ্রহণযোগ্য।’

২৭ বছর বয়সী পগবা লিখেন, ‘আমাকে নিয়ে ১০০% ভিত্তিহীন খবর ঘুরে বেড়াচ্ছে। এমন কিছু উল্লেখ করা হয়েছে যা আমি কখনো বলিনি বা ভাবিনি। ফ্রান্সে ঘটে যাওয়া ঘটনার পর জাতীয় দলে খেলা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তাতে আমি আতঙ্কিত, রাগান্বিত ও হতাশ।’

সম্প্রতি ফ্রান্সে একটি স্কুলে ক্লাসে নবী মুহাম্মদ (স.) এর ব্যঙ্গাত্মক কার্টুন নিয়ে আলোচনা করার পর হত্যাকাণ্ডের শিকার হন এক শিক্ষক। শুরু থেকেই প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো বলে আসছেন, এর পেছনে ইসলামি সন্ত্রাসীরা জড়িত।

নিহত শিক্ষক স্যামুয়েল প্যাটিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত করে দেশটির সরকার। সেই সঙ্গে ইসলাম ও মুসলমানদের নিয়ে আরো সমালোচনামুখর হন প্রেসিডেন্ট ম্যাখোঁ।

এসবের জের ধরে দেশটিতে একটি মসজিদ বন্ধ করে দেয় ফ্রান্স সরকার। এ ছাড়া প্যারিসে হিজাব পরিহিত দুই নারীও ছুরি হামলার কবলে পড়েন। ইসলাম ধর্মাবলম্বী পগবার অবসরের খবরে এসবকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

পগবা তার পোস্টে বলেছেন, ‘আমি যে কোনো ধরনের জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে। কিন্তু এটা খুবই দুঃখজনক যে কিছু সংবাদমাধ্যম প্রেস স্বাধীনতার নিয়ম ভেঙে, কোনোরকম সোর্স চেক বা রিচেক না করে নিজেদের মনগড়া সংবাদ প্রকাশ করে গুজব সৃষ্টি করেছে।’

‘এর ফলে ব্যক্তিগতভাবে আমার, আমার পরিবারের এবং সাধারণের মাঝে তারা দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি করেছে যা নিয়ে তারা মোটেই মাথা ঘামায়নি।’

প্যারিসের উপকণ্ঠে ১৯৯৩ সালে জন্ম নেওয়া পগবার ফ্রান্সের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২০১৩ সাল। ২০১৮ সালে রাশিয়ায় দলের বিশ্বকাপ জেতায় গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন