চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শ্রীলঙ্কা সফরে টাইগারদের কোয়ারেন্টাইন সর্বোচ্চ ৭ দিন

শ্রীলঙ্কা সফরে টাইগারদের কোয়ারেন্টাইন সর্বোচ্চ ৭ দিন

ক্রীড়া প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২০ | ৭:৫৯ অপরাহ্ণ

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে এটা অনেক আগেই নিশ্চিত হয়েছে। মহামারি করোনাকালে জাতীয় দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার এই সফরটা বেশ গুরুত্বপূর্ণ।

শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতিও তুলনামূলকভাবে ভালো। তবে দেশটির সরকার বেশ সতর্ক অবস্থানে। তাই টাইগারদেরও বাধ্যতামূলক ৭ দিনের কোরারেন্টাইনে থাকতে হবে।

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে হোম অব ক্রিকেটে সাংবাদিকদের এ কথা জানান।

গুঞ্জন ওঠেছিল, শ্রীলঙ্কায় গিয়ে টাইগারদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দিয়ে প্রধান নির্বাহী বলেন, ৭ দিনের বেশি কোয়ারেন্টাইন হলেও সংখ্যাটা আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের জানিয়েছে, সর্বোচ্চ হয়তো সাতদিন থাকতে হবে। সেভাবেই আলোচনা হচ্ছে। আশা করছি, ৭ দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হলে পরিকল্পনানুযায়ী এগুতে পারব। সর্বশেষ যখন আমাদের যোগাযোগ হয়েছে, তারা বলেছে সাতদিন আমাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর আমাদের নির্ধারিত প্রোগ্রাম করতে পারব।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট