৪ সেপ্টেম্বর, ২০২০ | ১১:০৬ অপরাহ্ণ
ক্রীড়া প্রতিবেদক
অবশেষে লিওনেল মেসি জানালেন এবার বার্সেলোনা ছাড়ছেন না। প্রায় ১০ দিনের নাটকীয়তার অবসান ঘটিয়ে গোল ডট কমের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যাপারটি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।
সাক্ষাৎকারে মেসি বলেন, তিনি প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউকে ক্লাব ছাড়ার ব্যাপারটি আগেই জানিয়েছিলেন। কিন্তু এরপরও ক্লাব ছাড়ছেন না মেসি।
ক্লাবের প্রতি তার নিবেদনে ঘাটতি পড়বে না বলেই জানিয়ে বার্সা অধিনায়ক বলেন, যদিও আমি চলে যেতে চেয়েছিলাম তা সত্ত্বেও আমি বার্সেলোনাতেই থাকছি। কিন্তু এরপরও ব্যক্তিগতভাবে আমার কোনো পরিবর্তন হবে না। ক্লাব প্রেসিডেন্টকে আগেই এ বছর শেষে আমি চলে যেতে চাওয়ার কথা জানিয়েছিলাম। আমার মনে হয়েছে বার্সেলোনায় আমার সময় ফুরিয়ে গেছে। যদিও আমি আমার ক্যারিয়ার সবসময় বার্সেলোনাতেই আমার শেষ করতে চেয়েছিলাম।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 333 People