চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অনুশীলনের আগেই করোনায় থেমে গেল চেন্নাই সুপার কিংস

অনুশীলনের আগেই করোনায় থেমে গেল চেন্নাই সুপার কিংস

ক্রীড়া প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২০ | ৮:২৬ অপরাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শুরুর আগে বড় একটা ধাক্কার শিকার আয়োজক কমিটি। চেন্নাই সুপার কিংসের অন্তত ১০ জনের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুবাইয়ে দলটির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। আক্রান্তদের একজন ভারতীয় ক্রিকেটার বলে জানা গেছে।

আইপিএলের কোভিড-১৯ প্রটোকল অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর বিমানবন্দরে সব দলকেই করোনা পরীক্ষা করাতে হবে। হোটেলে বাধ্যতামূলক অবস্থানের ছয় দিনের প্রথম, তৃতীয় ও পঞ্চম দিন আরও করাতে হবে তিনটি পরীক্ষা। আর এই পঞ্চম দিনে করা চেন্নাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় দফার এই পরীক্ষাতেই এসেছে পজিটিভ ফল।

গত ২১ অগাস্ট দুবাইয়ে পৌঁছানো দলটির শুক্রবার অনুশীলন শুরুর কথা ছিল। চেন্নাই সুপার কিংষ কর্তৃপক্ষ হোটেলে কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়িয়ে অনুশীলনে ফেরার সময় পিছিয়ে দিয়েছে।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট