চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মেসি বনাম বার্সেলোনা সংঘাত কি মিটবে?

স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট, ২০২০ | ৪:০৪ অপরাহ্ণ

ফুটবল বিশ্বে তোলপাড় ফেলে বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছেন লিওনেল মেসি। কিশোর বয়স থেকে যে ক্লাবের একাডেমি লা মাসিয়ায় তাঁর ফুটবলার হিসেবে বেড়ে ওঠা এবং জীবনে যে ক্লাব ছেড়ে কখনও যাননি, তাদের সঙ্গেই বিচ্ছেদের লগ্ন উপস্থিত। এতকাল মেসি আর বার্সেলোনা সমার্থক হয়ে গিয়েছিল। এখন যা পরিস্থিতি, মেসি বনাম বার্সেলোনা সংঘাত শুরু হয়ে গেছে। আইনি যুদ্ধ কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস পর্যন্ত গড়ালেও অবাক হওয়ার নেই। বার্সেলোনার অন্দরমহলে মেসি বিদায়ের খবরে ভূকম্পন ঘটেছে। এদিকে সতীর্থরা মেসির পাশে দাঁড়িয়েছেন। কার্লেস পুয়োল টুইট করেছেন, ‘তোমার প্রতি শুধু সম্মান আর মুগ্ধতা রয়েছে, লিও।’ সুয়ারেজ স্মাইলি দিয়ে সেই টুইটকে স্বাগত জানিয়েছেন। বিশ্ব জুড়ে চাঞ্চল্য পড়ে যাওয়ার মধ্যে ব্যাকফুটে বার্সেলোনা। বার্সার স্পোর্টিং ডিরেক্টর রামন প্লেনস বলেছেন, তাঁরা এখনও মেসিকে মধ্যমণি করে দল গড়তে চাইছেন। ছ’বারের ব্যালন ডি’অর জয়ী মেসি ৬৩৪ গোল করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। প্লেনস বলেছেন, ‘যা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। বিশ্বের সেরা ফুটবলারকে নেতৃত্বে রেখে আমরা আবার বিজয়ী দল গড়ে তুলতে চাই। বার্সা আর লিও একটা বিয়ের মতো। বিচ্ছেদ কেউ চায় না।’ শুধু তিনি একা নন, গোটা বার্সেলোনা জুড়ে তোলপাড় চলছে। শহরের মেয়র পর্যন্ত মন্তব্য করেছেন, ‘আমি আশা করব, ওরা যা যা করা দরকার সব করবে লিওকে ধরে রাখার জন্য। মেসিকে বার্সেলোনাতেই দেখতে চাই।’ সাংঘাতিক প্রতিক্রিয়া হয়েছে ক্লাবের অন্দরে। জোরাল হচ্ছে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি। তবে মেসি বলছেন, প্রেসিডেন্ট পদত্যাগ করলেও তিনি বার্সা ছাড়বেন। সর্বশেষ খবর, ফিফার কাছে ক্লাব পরিবর্তনের অনুমতিও চেয়েছেন মেসি।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট