চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গুগলে মেসির কাছে করোনা হার

পূর্বকোণ অনলাইন

২৭ আগস্ট, ২০২০ | ৬:৪৬ অপরাহ্ণ

সারা বিশ্বে করোনার দাপটে করোনা সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানতে গুগলেই বেশি সার্চ করছিল মানুষ। কিন্তু গুগলে এবার করোনাভাইরাসকে হারিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্রিয় ক্লাব বার্সেলোনা ছাড়ার ঘোষণার পর গুগল সার্চে করোনাকে টপকে গেছেন মেসি। মঙ্গলবার (২৫ আগস্ট) বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি।

দলবদল নিয়ে কিছু জটিলতা থাকায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফারও দ্বারস্থ হয়েছেন তিনি। দলবদলের জন্য ফিফার কাছে প্রাথমিক অনুমতি চেয়েছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার। বিশ্বের অন্যতম বড় স্পোর্টস নেটওয়ার্ক বেইন স্পোর্টসের ক্রীড়া সাংবাদিক ত্রানকেদি পালমেরি বিষয়টি জানিয়েছেন।এক টুইট বার্তায় ত্রানকেদি পালমেরি জানিয়েছেন, ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন মেসি। তার মানে বিনামূল্যে দলবদল করতে চান আর্জেন্টাইন তারকা। আর্জেন্টাইন তারকাকে পেতে মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হবে আগ্রহী ক্লাবগুলো। মেসিকে পেতে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাত হাজার ১০ কোটি ৬২ লাখ টাকার বেশি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট