চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত রাখার সুপারিশ সাঙ্গাকারার

৩০ মে, ২০২০ | ১১:০২ অপরাহ্ণ

করোনাভাইরাস মাহামারীর কারণে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত রাখার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে সুপারিশ করেছেন মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) সভাপতি কুমার সাঙ্গাকারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তের ব্যাপারে এক সভায় বসার কথা ছিল আইসিসির সদস্যদের। তবে তা পিছিয়ে  নতুন সময় দেওয়া হয়েছে ১০ জুন। করোনা ভাইরাসের মধ্যে ফের মাঠে ফের ক্রিকেট ফেরানো নিয়ে গভর্নিং বডি আলোচনা চালিয়ে যাচ্ছে। 

স্টার স্পোর্টসকে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক বলেন, ‘আসল বিষয় হলো করোনাভাইরাস নিয়ে কী ঘটতে চলেছে। এটা কি সার্স বা মার্সের মতো চলে যাবে? অথবা মৌসুমে মৌসুমে ফের ফিরে আসবে? আমাদেরকে কি এই বিশেষ ধরনের ভাইরাস বা এর বিভিন্ন প্রজাতির সঙ্গে দীর্ঘদিন বেঁচে থাকতে হবে? আমার  কাছে আসলে এসব প্রশ্নের কোনো উত্তর নেই।’

সাবেক লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান আরও বলেন, ‘প্রতিদিন, নতুন নতুন শিখন রয়েছে, নতুন জিনিসগুলোর সন্ধান করা হচ্ছে। তাই আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। তবে এটা হয়তো (টি-টোয়েন্টি বিশ্বকাপ) বাতিল করা যেতে পারে। সবার স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে এখন হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করা যেতে পারে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট