চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সুযোগটা নিচ্ছে আইপিএল ! টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হচ্ছে

স্পোর্টস ডেস্ক

২৩ মে, ২০২০ | ১০:৪৮ পূর্বাহ্ণ

আইসিসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে এটা পরিষ্কার যে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না। সিদ্ধান্ত স্থির, শুধু স্থগিত করার ঘোষণাটাই বাকি! চলতি মাসের শেষ সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য জানা যাবে। তবে সেই ঘোষণা ঠিক কি হতে চলেছে তা নিয়ে খোদ আইসিসি’র অন্দর মহলেও সন্দেহের অন্ত নেই। অস্ট্রেলিয়া মনে প্রাণে চাচ্ছে বিশ্বকাপটা হোক। কিন্তু করোনাভাইরাসের কারণে আরোপিত কঠোর নিয়ম-নীতির জটিলতায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ভাগ্য ঝুলে গেছে। এই বিশ্বকাপ নিয়ে আইসিসি’র সামনে এখন একটাই চিন্তা- স্থগিতের পর নতুন শুরুটা সম্ভাব্য কবে হবে, সেই সময় স্থির করা! অর্থাৎ বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত পুরোপুরি পাকা! টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে কি সিদ্ধান্ত হতে যাচ্ছে সেই অপেক্ষায় সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে বসে আছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলে মাসখানেকের ক্রিকেটের সেই খালি সময়টা ব্যবহার করার জন্য মুখিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এপ্রিলে স্থগিত হয়ে পড়া আইপিএল অক্টোবর-নভেম্বরের সময়টায় খেলিয়ে দিতে চায় ভারত। কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন- ‘এই বছরের আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় চার হাজার কোটি রূপি।’ সুযোগ থাকলে কেন এই ক্ষতি করতে চাইবে ভারত? অস্ট্রেলিয়া নিজ দেশে করোনাভাইরাস পরিস্থিতি বেশ সামলে উঠেছে। কিন্তু তা সত্ত্বেও বিশ্বকাপের মতো বিশাল আসরের জন্য যে লজিস্টিক জটিলতা সেটা আরো অনেক বেশি সঙ্কট তৈরি করবে। আসরের ১৫টি দলগুলোতে অস্ট্রেলিয়ায় পৌঁছে দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। সাতটি ভেন্যুতে ৪৫টি ম্যাচে খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ কর্মকর্তাদের জন্য কড়াকড়ি ধরনের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে। বিদেশিদের ব্যাপারে অস্ট্রেলিয়া সরকার স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কঠিন নিয়ম-কানুন ও বিধি-বিধান চালু করেছে প্রতি পদক্ষেপে তার প্রতিপালন করা আয়োজকদের জন্য প্রায় অসম্ভব ব্যাপার। সবচেয়ে বড় সমস্যার নাম-দর্শক শূন্য গ্যালারি! বিশ্বকাপের মতো বড় আসর হবে অথচ গ্যালারিতে কোনো দর্শক নেই! বিশ্বকাপের ব্র্যান্ড ভাবমূর্তির এটা বিশাল মাইনাস পয়েন্ট।
আইসিসিতে ইতোমধ্যে বলাবলি হচ্ছে- ‘দর্শক শূন্য বিশ্বকাপের অর্থ হলো প্রাণহীন এক বিশ্বকাপ।’ চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করা হলে সেটা সামনের বছর আয়োজন সম্ভব নয়। কারণ ২০২১ সালে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সূচি আছে। সেটি হবে ভারতে। আর তাই এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করা হলে তার সম্ভাব্য নতুন সূচি হবে ২০২২ সালে। সেই বছর আইসিসি’র কোনো টুর্নামেন্ট আয়োজনের পূর্ব সূচি নেই।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট