চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুশফিকের ব্যাট ১৭ লাখ টাকায় কিনলেন আফ্রিদ্রি

স্পোর্টস ডেস্ক

১৫ মে, ২০২০ | ১০:১৭ অপরাহ্ণ

করোনাভাইরাস পরিস্থিতিতে সমাজের নানাভাবে এগিয়ে আসছে নানান মানুষ। সেই তালিকায় শুরু থেকেই মুশফিকুর রহিমও ছিলেন। তাই তো সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে নিজের ব্যাট নিলামে তুলেছিলেন। কয়েকদিনের নিলামে শেষে বেশ চড়া দামে ব্যাটটি বিক্রি হয়েছে।

আর সবাইকে চমকে দিয়ে নিলাম থেকে ব্যাটটি ২০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ টাকায় কিনে নিয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির প্রতিষ্ঠিত ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’। এই ব্যাট দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিটি করেছিলেন মুশফিক। বিয়ষটি নিশ্চিত করেছেন নিলামকারী প্রতিষ্ঠান পিকাবু ডটকমের প্রধান নির্বাহী মরিন তালুকদার।

গত ৯ মে (শনিবার) রাতে শুরু হয় ব্যাটটির নিলাম। মাঝে ভুয়া বিডের কারণে কিছু সময় নিলাম কার্যক্রম বন্ধ ছিল। শেষ পর্যন্ত আবার নিলাম কার্যক্রম শুরু হয়ে বৃহস্পতিবার রাতে শেষ হয়। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থই অসহায় মানুষদের জন্য ব্যয় করার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। ভুয়া বিডিংয়ের কারণে কিছুটা ঝক্কি-ঝামেলা পোহাতে হলেও ব্যাটটির নিলাম সম্পন্ন হয়েছে। প্রায় ১৭ লাখ (১৬ লাখ ৮০ হাজার) টাকায় ব্যাটটি বিক্রি হয়েছে নিলামে, যার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৬ লাখ টাকা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট