চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অবশেষে পরিবারের কাছে ফিরছেন আবাহনী কোচ

১২ মে, ২০২০ | ৩:০৩ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের কারণে অনেক দিন ধরেই আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস ‘হোটেলবন্দি’ সময় কাটাচ্ছিলেন। অপেক্ষায় ছিলেন, কবে দক্ষিণ কোরিয়ায় ফিরে নিজের ৯ মাসের মেয়েকে দেখবেন। অবশেষে তার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। গতকাল রাতে চার্টার্ড বিমানে করে ঢাকা ছাড়ার কথা এ আবাহানী কোচের। মার্চে করোনার হানার পর থেকে লেমোসের জীবন কেটেছে হোটেলেই। যদিও খারাপ পরিস্থিতি শুরুর কিছুদিন আগে তার সিউলে যাওয়ার কথা ছিল। সেখানে আছে তার কোরিয়ান স্ত্রী হাই জিন কিম ও একমাত্র কন্যা সন্তান গাবি লেমোস। কিন্তু লিগের খেলার কারণে যাওয়া হয়নি। এরপর করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় আবাহনী কোচের আর ঢাকা ছাড়া হয়নি। রাজধানীর একটি হোটেলে অনেকটা নিঃসঙ্গ সময় কাটাতে হচ্ছিল ৩৩ বছর বয়সী এই কোচকে। গতকাল দক্ষিণ কোরিয়ান নাগরিকদের নিয়ে চার্টার্ড বিমান ঢাকা ছাড়ার আগে পর্তুগিজ কোচ বলেছেন, ‘অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম স্ত্রী ও কন্যার কাছে যাওয়ার। কিন্তু করোনার কারণে তা হয়ে উঠেনি। এখন কোরিয়ার একটি চার্টার্ড বিমানে করে যাওয়ার সুযোগ হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট