চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শেষ থেকেই শুরু করবেন সাকিব

‘আমার মতো হওয়ার দরকার নেই’

স্পোর্টস ডেস্ক

১২ মে, ২০২০ | ৩:০৮ পূর্বাহ্ণ

২০০৯ সালে আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার পর থেকে বাংলাদেশের ক্রিকেটের মধ্যমণি হয়ে গেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে সাকিবের উত্থানের পর থেকেই দেশে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার হতে চাওয়া কিশোরের সংখ্যা বেড়েছে বহুগুণে। অনেক উঠতি খেলোয়াড়েরই আইডল সাকিব আল হাসান, যারা হতে চান নিজেদের আদর্শের মতো। তবে সাকিবের নিজের মতামত হলো, কেউ যেন তার মতো না হয়। নেতিবাচক অর্থে নয়, তিনি বোঝাতে চেয়েছেন, যেকোন মানুষ নিজের ধরন অনুযায়ী এগুলেই সেরাটা বের করে আনা সম্ভব। তাই কেউ যেন সাকিব বা অন্য কোন খেলোয়াড়ের মতো হতে না চায়, সেই পরামর্শই দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল জার্মান সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘কেউ যদি আমার মতো হতে চায়, আমি বলব যে, না! মানে হওয়ার দরকার নেই। সে তার মতো হলে আসলে নিজের সেরা জিনিসটা বের করতে পারবে। তাই আমি কখনও বলি না যে, আমার মতো বা অন্য কোন খেলোয়াড়ের মতো বা অন্য কারো মতো কেউ হোক।’ তিনি বুঝিয়ে দেন, ‘সবারই নিজের একটা ধরন আছে, সে যেন নিজের সেই ধরনের সেরা রুপটা বের করে আনতে পারে, আমি সবসময় এটাই চাই। হ্যাঁ কিছু কিছু জিনিস হয়তো অনুসরণ করা যায়। আমিও এমন না যে কাউকে অনুসরণ করি না মাঝে মাঝে। অন্য একজন খেলোয়াড়ের ভালো জিনিসগুলো আমি নিজের মধ্যে নিতেই পারি। তার মানে এই না যে আমি ওদের মতোই হবো।’ ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ড পারফরম্যান্স দেখা গেছে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে। ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েছেন সাকিব, আর বল হাতে ঘূর্ণি জাদুতে তুলে নিয়েছেন একের পর এক উইকেট। ক্যারিয়ারের যখন সর্বোচ্চ শিখরে সাকিব, তখনই নেমে আসল দুর্যোগের ঘনঘটা। আইসিসি কর্তৃক নিষিদ্ধ দুই বছরের জন্য, যার মধ্যে এক বছরের স্থগিতাদেশ রয়েছে। মাঠে ফেরা নিয়ে সাকিব জানান, ‘খেলায় ফিরতে চাই। কিভাবে এই সময়টা তাড়াতাড়ি যাবে সেটা নিয়েই চিন্তা করি। যেখান থেকে খেলাটা বন্ধ হয়েছে সেখান থেকে আবার যেন শুরু করতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং নিজের ওপর নিজের প্রত্যাশা। যেখান থেকেই শেষ করেছি, সেখান থেকেই যেন শুরু করতে পারি। আমার কাছে চ্যালেঞ্জ ওই একটাই আর কোনো চ্যালেঞ্জ নাই। যেখানে থেমেছিলাম সেখানেই যেন শুরু করতে পারি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট