চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিশ্বকাপজয়ী যুবাদের মাস্টারপ্ল্যানে ধাক্কা

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল, ২০২০ | ৩:৩৮ পূর্বাহ্ণ

বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম শিরোপা এনে দিয়েছিলেন আকবর আলীরা। গত ফেব্রুয়ারিতে ভারতকে হারিয়ে বিজয়ের ঝান্ডা উড়ায় যুব দল। দীর্ঘ পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন এবং নিখুঁত প্রক্রিয়ায় চার বছরে এসেছে এ সাফল্য। স্বপ্নের শিরোপা অর্জনে কারিগর ছিলেন বিসিবির পরিচালক ও গেম ডেভেলাপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তাঁর দীর্ঘ পরিকল্পনা ও একান্ত স্বদিচ্ছায় বিসিবির শোকেসে উঠেছে যুব বিশ্বকাপের শিরোপা। শিরোপা অর্জনের পরপরই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দল নিয়ে নতুন একটি অনূর্ধ্ব-২১ ইউনিট গঠন করা হবে। তাদের দুই বছরের জন্য উন্নতর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালিন তারা প্রত্যেকে ১ লাখ টাকা করে পাবে। পাশাপাশি দেশ ও দেশের বাইরে তারা আন্তর্জাতিক সিরিজ খেলবে।’ সেই ঘোষণার পরপরই খালেদ মাহমুদ সুজনের ওপর দায়িত্ব আসে পরিকল্পনা তৈরি করার। কাগজে-কলমে খালেদ মাহমুদ শুধু পরিকল্পনাই করেননি, দুই বছরের মাস্টারপ্ল্যান সাজান। কিন্তু মহামারি করোনার ধাক্কায় সেই মাস্টারপ্ল্যানে এসেছে বাধা। খালেদ মাহমুদ বললেন, ‘ওদের জন্য সম্ভাব্য সেরা পরিকল্পনা সাজানো হয়েছে। এমনভাবে ওদের জন্য পরিকল্পনা তৈরি করা হয়েছিল যে, দুই বছরে একটি দিনও যেন নষ্ট না হয়।’ খালেদ মাহমুদ সুজন আরও জানিয়েছেন, অনূর্ধ্ব-২১ ইউনিট যেটা তৈরি করা হবে সেখানে অনন্ত ৩০-৩৫ খেলোয়াড় রাখা হবে। বিশ্বকাপজয়ী ১৬ ক্রিকেটারের সাথে স্ট্যান্ডবাই যারা ছিল তাঁরা থাকবে এবং ভবিষ্যতে অনুর্ধ্ব-১৯ দলের কয়েকজনকেও রাখা হবে যেন তারাও খুব সহজে প্রতিযোগীতামূলক ক্রিকেটের স্বাদ পায়। দলটির জন্য বিশেষজ্ঞ কোচের পাশাপাশি স্পেশালিস্ট কোচ এনে ১৫-২০ দিনের আলাদা আলাদা ক্যাম্প করানোর পরিকল্পনা বিসিবির।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট