চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২০ হাজার লোককে সহায়তা দেবে বিসিবি

১৩ এপ্রিল, ২০২০ | ২:০৭ পূর্বাহ্ণ

মহামারী করোনা পরিস্থিতিতে অসহায়দের পাশে এসে দাঁড়ালেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে ২০ হাজার গরীব মানুষকে খাদ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গতকাল এমনটাই নিশ্চিত করেছেন তিনি। পুরো মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন বিসিবির এই কর্মকর্তা। জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ডের তহবিল থেকে আমরা চেষ্টা করছি জনসাধারণের কি কাজে আসতে পারি। ইতোমধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে প্রায় ২০ হাজার খাদ্য প্যাকেট করে যেসব জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করোনা ভাইরাসে সেসব জায়গায় আমরা বিতরণ করবো। মাসব্যাপী এটা বিতরণ চলবে, এটা হয়তো কয়েকদিনের মধ্যেই শুরু হবে।’ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এই প্রসঙ্গে বলেন, ‘হুইল চেয়ার ক্রিকেট এসোসিয়েশনকেও আমরা কিছু আর্থিক সাহায্য করেছি। তারা আমাদের কাছে আবেদন করেছে। তারা খুব গরীব ঘরের ছেলে, খুব কষ্টে আছে। এদেরও আমরা চাচ্ছি একটা সাহায্য করতে, আমাদের সভাপতি পরিচালকদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট