চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০২০ | ৩:৪৭ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করেছে বিসিবি।  আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) মিরপুরে সভা শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।

করোনার প্রভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেক ‍প্রতিযোগিতা স্থগিত হয়ে গেছে। এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে বাংলাদেশে মারা গেছেন একজন। বিসিবি তাই কোনও ঝুঁকি নিতে চায়নি।

নাজমুল বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমার মনে হয় না ১৫ এপ্রিলের আগে ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা আছে।’

পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সিদ্ধান্তটা নিয়েছেন বোর্ড সভাপতি, ‘করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী যা হচ্ছে, বাংলাদেশেও সেটাই হচ্ছে। সেজন্য সব জায়গাতেই খেলাধুলা বন্ধ ছিল। প্রথম রাউন্ড শেষে আমরা প্রিমিয়ার লিগ বন্ধ করে দিয়েছিলাম। তখন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুই দিন বন্ধ রেখেছিলাম। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবাই মিলে আলোচনা করে আমরা অনির্দিষ্টকাল পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিত করেছি।’

তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির যদি উন্নতি হয়, তাহলে অবশ্যই আমরা সেই খেলা শুরুর তারিখ ঘোষণা করব।’

কবে নাগাদ ক্রিকেট মাঠে ফিরতে পারে, সেই ব্যাপারে অবশ্য নিশ্চিত করে কিছু বলতে পারেননি বিসিবি সভাপতি, ‘নির্দিষ্ট সময় বলতে পারছি না। কারণ প্রতিদিন পরিস্থিতি বদল হচ্ছে। আমরা যদি জানতে পারতাম ৩১ মার্চের পর উন্নতি হবে, তাহলে ৩১ মার্চ বলতাম। তখন সব ঠিক হবে না আরও খারাপ হবে, সেটা তো আমরা বলতে পারছি না। তবে আমার মনে হয় না ১৫ এপ্রিলের আগে ঢাকা লিগ শুরুর সম্ভাবনা আছে। বরং এটা বাড়তেও পারে।’

সবাইকে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন নাজমুল, ‘শুধু খেলোয়াড়দের না, প্রত্যেক মানুষের সতর্ক থাকা উচিত করোনাভাইরাস নিয়ে। কাজেই এখন ক্রিকেট খেলার পরিস্থিতি না। যদিও অন্য খেলার চেয়ে কন্টাকলেস খেলা ক্রিকেট। যত বেশি দূরে থাকা দরকার, তার চেয়ে দূরে থাকে ফিল্ডাররা। তবু আমরা মনে করি এটা খেলার সময় না।’

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট