চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এক বছর পিছিয়ে গেল ইউরো এবং কোপা আমেরিকা

১৮ মার্চ, ২০২০ | ১:৪৭ পূর্বাহ্ণ

২০২০ ইউরোর ভবিষ্যৎ নির্ধারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরী গতকাল বৈঠকে বসেছিল ইউরোপিয়ান ফুটবল সংস্থার (উয়েফা) ৫৫টি দেশের ফুটবল ফেডারেশন, ইউরোপিয়ান ক্লাব এসোসিয়েশন ও ইউরোপিয়ান লিগগুলো। প্রাণঘাতী করোনা ভাইরাসের দাপট বেড়েই চলেছে। যে দাপটে স্থবিরতা নেমে এসেছে বিশ্বজুড়ে। মাঠে গড়ানোর মতো কোনো খেলাই আর বাকি নেই। প্রায় সব টুর্নামেন্টই স্থগিত ঘোষণা করা হয়েছে। এবার এক বছর পিছিয়ে দেওয়া হলো ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপ। আগামী বছর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ২০২০ ইউরোর ভবিষ্যৎ নির্ধারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরী বৈঠকে বসেছিল ইউরোপিয়ান ফুটবল সংস্থার (উয়েফা) ৫৫টি দেশের ফুটবল ফেডারেশন, ইউরোপিয়ান ক্লাব এসোসিয়েশন ও ইউরোপিয়ান লিগগুলো। এরপরই ইউরো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় উয়েফা। একট টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে নরওয়ের ফুটবল এসোসিয়েশন। তারা জানায়, ভিডিও কনফারেন্সে জরুরী বৈঠকের পর ২০২০ সালের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উয়েফা এ তথ্য নিশ্চিত করে। আগামী জুনে মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ ইউরোর। ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালে ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। এদিকে একই পথে হেঁটেছে কোপা আমেরিকা ২০২০ আসরও। এক বছর পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার ফুটবলের এই সর্বোচ্চ টুর্নামেন্ট। আর্জেন্টিনা ও কলম্বিয়াতে কোপা আমেরিকা এবছর হওয়ার কথা ছিল ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়েছে, ১২ দলের এ টুর্নামেন্টটি ইউরোর মতো ২০২১ সালে ১১ জুন-১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাস আতঙ্কে ফুটবল বিশ্বের প্রায় সব লিগই স্থগিত হয়ে গেছে। গত সপ্তাহে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ স্থগিত ঘোষণা করা হয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের খেলাও স্থগিত রাখা হয়েছে। এর সঙ্গে সর্বশেষ সংযোজন হলো ২০২০ ইউরো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট