চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সূচি অনুযায়ী হবে টোকিও অলিম্পিক: শিনজো আবে
সূচি অনুযায়ী হবে টোকিও অলিম্পিক: শিনজো আবে

সূচি অনুযায়ী হবে টোকিও অলিম্পিক: শিনজো আবে

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ, ২০২০ | ২:০৯ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্বে ক্রীড়া সূচির ওপর প্রভাব পড়লেও সূচি অনুযায়ী জুলাইয়ে টোকিও অলিম্পিকের পর্দা উঠবে বলে আশা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

সেই সঙ্গে আবে এটাও জানিয়েছেন, টোকিও অলিম্পিক ২০২০ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়া হবে কি-না এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। 

আবে বলেন, “তবে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে পারব। পরিকল্পনা অনুযায়ী কোনো সমস্যা ছাড়াই অলিম্পিক আয়োজন করতে পারব।”

ধারণা করা হচ্ছে, টোকিও অলিম্পিকের আনুমানিক খরচ হতে পারে ১ হাজার ২০০ কোটি ডলার!

করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মধ্যেই রীতি অনুযায়ী গ্রিসের প্রাচীন শহর অলিম্পিয়ায় গত বৃহস্পতিবার প্রজ্বলন করা হয় টোকিও অলিম্পিকের মশাল। ১৯ মার্চ স্বাগতিক জাপানের কাছে হস্তান্তর করা হবে মশাল। ২৬ মার্চ ফুকুশিমা থেকে শুরু হবে মশাল পদযাত্রা।

এদিকে করোনাভাইরাসের কারণে রেসলিং, রোয়িং ও ডাইভিংসহ অনেকগুলো ইভেন্টের অলিম্পিক ট্রায়াল স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, জাপানে শনিবার পর্যন্ত করোনাভাইরাস জনিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২৮ জন।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট