চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পিএসএল চলায় খেপেছে পাকিস্তানিরা

স্পোর্টস ডেস্ক

১৪ মার্চ, ২০২০ | ২:০৭ পূর্বাহ্ণ

আইপিএল স্থগিদই হয়ে গেলো, স্থগিত হয়েছে লা লিগা, সিরি এ’র মতো জনপ্রিয় ফুটবল লিগগুলো। স্থগিত হয়েছে আরও অনেক আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট। করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর এই যখন পরিস্থিতি, সেখানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঠে বসে দেখার জন্য কেনো দর্শকদের আমন্ত্রণ জানানো হচ্ছে তা নিয়ে খেপেছে দেশটির মানুষ। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে হচ্ছে পিএসএলের সবগুলো ম্যাচ। করাচী জাতীয় স্টেডিয়ামে হওয়া ম্যাচগুলো মাঠে বসে দেখার জন্য বারবার আমন্ত্রণ জানানো হচ্ছে, মাঠটির দর্শক ধারণ সংখ্যা ৩০ হাজার। প্রশাসন থেকে বলা হচ্ছে, করোনা ভাইরাস ঠেকাতে সবরকম ব্যবস্থাই নেয়া হচ্ছে। অথচ ছোঁয়াচে এই মানবঘাতী ভাইরাস সংক্রমণের বিস্তার রোধের চেষ্টা না করে কেনো দর্শকদের ঝুঁকির মুখে ঠেলে দেয়া হচ্ছে তা নিয়ে টুইটারে প্রশ্ন তুলেছেন পাকিস্তানি লেখিকা ফাতিমা ভুট্টো, ‘এখনো বুঝতে পারছি না মহামারীর সময়ে কেন পিএসএল চলছে?’ আসিম সিদ্দিকী নামের আরেকজন টুইটারে লিখেছেন, ‘উন্নত দেশগুলো তাদের কার্যক্রম স্থগিত করেছে, সেরা সেরা খেলার ইভেন্টগুলো বন্ধ, আর পাকিস্তানে বিমান ঠিকই উড়ছে, পিএসএল বন্ধ করা হয়নি, স্কুলগুলো ঠিকই চলছে। আমরা যাচ্ছি কোথায়?’ পাকিস্তানে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাস রোগীর সংখ্যা। এখন পর্যন্ত ২০ জনের দেহে এই ভাইরাস সনাক্ত হয়েছে। যার মাঝে আছেন করাচীর নাগরিকও। পিএসএলের পর এই মাঠেই ১ এপ্রিল একটি ওয়ানডে ও ৫ এপ্রিল থেকে টেস্ট খেলার কথা বাংলাদেশের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট