চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধু প্রিমিয়ার ফুটবলে জয়ে শুরু সিটি কর্পোরেশনের

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১১ মার্চ, ২০২০ | ১:৫৯ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাবের পর রানার্স আপ সিটি কর্পোরেশন একাদশও জয় দিয়ে মওসুম শুরু করেছে। তবে নিজস্ব প্রথম ম্যাচে কাস্টমস ক্লাবকে জিততে বেশ কষ্ট করতে হয়েছে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন একাদশের জয়টা ছিল একেবারে কাঙ্খিত। মানে একেবারে যোগ্যতর দল হিসেবে গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ২-০ গোলে বিসিআইসি ক্রীড়া সংসদকে হারিয়েছে। জয়ী দলে দু-অর্ধে ১টি করে গোল করে। তবে দলীয় শক্তির বিচারে অনেক অনেক এগিয়ে থাকা এবং দীর্ঘদিনের অনুশীলনের ফসল হিসেবে সিটি কর্পোরেশন একাদশ মাঠে অনমনীয় দৃঢ়তা প্রদর্শন করেছে। তারা আরো বেশি গোলে জিতলেও অবাক হওয়ার মতো কিছুই হতো না। অন্যদিকে কোনরকম অনুশীলন ছাড়াই খেলতে নামা বিসিআইসি শতচেষ্টা করেও সিটি কর্পোরেশনকে আটকাতে পারেনি এবং পারার কথাও নয়। তার উপর খেলার ৫ মিনিটে গোল পেয়ে যাওয়ায় সিটি কর্পোরেশন একাদশকে আর ধরে রাখা যায়নি। দলীয় সমঝোতার অপূর্ব নিদর্শন দেখিয়ে নতুন কোচ আসাদুর রহমান আসাদের প্রশিক্ষণপুষ্ট সিটি কর্পোরেশন একাদশ গতকাল সবাইকে জানান দিয়েছে, এবারের লিগে তারাও শিরোপা অন্যতম দাবিদার। কেউ কিছু বুঝে ওঠার আগেই ৫ মিনিটে গোল আদায় করে নেয় সিটি কর্পোরেশন। এ সময় বাদিকে ফাউল কিক থেকে অধিনায়ক সাবেক জাতীয় তারকা তৌহিদের নিখুত বাকানো শট বিসিআইসি’র বর্ষীয়ান কিপার অধিনায়ক আলী কোন মতে ঠেকালেও বলটি পেয়ে যান আগুয়ান দীর্ঘদেহী ডিফেন্ডার দেলোয়াড় হোসেন। তার পক্ষে একেবারে কাছ থেকে গোল করতে কোন কস্ট-ই হয়নি (১-০)। এ অর্ধে তেমন উল্লেখ করার মতো তেমন কোন ঘটনা ছিল না। দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে তৌহিদের কোনাকুণি শট সাইডবারে লেগে প্রতিহত হয়। পরের মিনিটেই প্রায় ৪০ গজ দুর থেকে দেখার মতো প্রচন্ড এক শটে বিসিআইসি’র জাল কাপিয়ে দেন সিটি কর্পোরেশনের মিড ফিল্ডার ইকবাল হোসেন (২-০)। ৩৩ মিনিটে কিপার তুয়ানের দৃঢ়তায় ব্যবধান কমাতে পারেনি বিসিআইসি। এ সময় বক্সের বাইরে থেকে বিসিআইসি’র সাকিবের শট তুয়ান কর্নারের বিনিময়ে রক্ষা করেন। ৩৮ মিনিটে তৌহিদের নিখুত মাইনাস থেকে জিল্লুর একেবারে কাছ থেকে বাইরে মেরে দিলে সিটি কর্পোরেশনকে ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ঠ থাকতে হয়েছে। সিটি কর্পোরেশনের ইকবাল হোসেন সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তাকে পুরস্কার প্রদান করেন সাবেক কৃতি ফুটবলার ও সিজেকেএস কাউন্সিলর মো. এরশাদ আলী খান (ভূট্টো)।আজকের খেলা (১ম বিভাগ)- কল্লোল সংঘ বনাম কমরেড ক্লাব (বিকেল ৩টা) এবং বাকলিয়া একাদশ বনাম কর্ণফুলী ক্লাব (বিকেল ৫টা)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট